সেপ্টেম্বর ২৮, ২০২৪
কালিগঞ্জে দশ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে দশ দিনব্যাপী বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অমিত কুমার বিশ্বাস। শনিবার বিকেলে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই সবুজ সংঘ আয়োজিত এ বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধনের পরপরই বৃক্ষপ্রেমিসহ সর্বস্তরের মানুষের জন্য মেলা উন্মুক্ত করা হয়। বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্য গোলাম রব্বানী, চাঁচাই সবুজ সংঘের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ আয়োজক কমিটির নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রাত ৮ টায় বৃক্ষমেলা উপলক্ষে আলোচনা সভায় বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির একাংশের সদস্য সচিব আজিজুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির একাংশের আহবায়ক কুশলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির একাংশের সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু। বৃক্ষমেলায় ফলদ, বনজ ও ঔষধী বৃক্ষের চারা নিয়ে ১৬ টি প্রসিদ্ধ নার্সারি অংশগ্রহণ করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 8,173,587 total views, 14,372 views today |
|
|
|