নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়াল চাইল্ড এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম প্রকল্পের উপকারভোগিদের এক্সট্রা কোচিং ফি ও মেডিসিন সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার বেলা ৩ টায় লিলিয়ানা ফন্ডস (নেদারল্যান্ডস) এর অর্থায়নে, সেন্টার ফর ডিসএ্যাবল ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর সহযোগতিায় এবং আইডিয়াল এর বাস্তবায়নে আশাশুনি উপজেলা সমাজসেবা কার্যালয় হল রুমে উপকারভোগী ও তার অবিভাবকের উপস্থিতিতে শিক্ষককে এক্সট্রা কোচিং ফি এবং অসুস্থ প্রতিবন্ধী শিশুর অভিভাবককে চিকিৎসা ও মেডিসিন সহায়তা প্রদান করা হয়। প্রকল্পের সুপারভাইজর সুব্রত বাছাড় এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্প অন্তর্ভুক্ত ৪০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর শিক্ষককে মাসিক ৪শ টাকা হারে তিন মাসের (১২শ টাকা) করে সর্বমোট ৪৮ হাজার টাকা এবং ১০ জন অসুস্থ প্রতিবন্ধী শিশুর অভিভাবককে ১ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা প্রদান করেন আশাশুনি উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব মোঃ রফিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন আইডিয়াল আশাশুনি শাখার সিনিয়র শাখা ব্যবস্থাপক ওমর ফারুক এবং প্রকল্পের কর্মীবৃন্দ।
আশাশুনিতে আইডিয়ালর চাইল্ড এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম প্রকল্পের উপকারভোগিদের বিভিন্ন সহায়তা প্রদান
https://www.facebook.com/dailysuprovatsatkhira/