নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বাংলাদেশ যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুব মহিলা লীগের আয়োজনে ০৬ জুলাই শনিবার সাতক্ষীরা ল কলেজে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সীমা সিদ্দিকীর সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানেপ্রেধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহানা মহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. আনীত মূখার্জী, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, সদস্য নাজমুন নাহার মুন্নি, জেলা কৃষকলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাহফুজা রুবি, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশি, ধর্ম বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জেলা যুব মহিলা লীগের নুরুনাহার, মারিয়া সুলতানা, খুকু মনি প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহমেদ বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সাম্প্রদায়িক অপশক্তি নির্মুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলশ ভাবে কাজ করছেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশে পদ্মাসেতু নির্মাণ করা হয়েছে। বর্তমান সরকার নারীদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, শিক্ষা ভাতা সহ নারীদের উন্নয়নে ব্যাপক কাজ করে চলেছেন। নারীদের অধিকার আদায়ে যুব মহিলা লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সাতক্ষীরায় যুব মহিলা লীগকে শক্তিশালী করতে সকল নারীদের ঐক্যবদ্ধ হতে হবে।
সাতক্ষীরায় যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/