জুলাই ৪, ২০২৪
গরীব, দুস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে সেলাই মেশিন, শাড়ি ও নগদ অর্থ বিতরণ
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে গরীব, দুস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে সেলাই মেশিন, শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা ১১টায় স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষকের অফিস রুমে বিদ্যালয় ম্যানেজিং কমিটির বিদ্যোৎসায়ী সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গরীব, দুস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে সেলাই মেশিন, শাড়ি ও নগদ অর্থ বিতরণ করেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান, বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি ও স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমি দীর্ঘদিন যাবত নিজ উদ্যোগে আত্মমানবতার সেবায় অসহায় মানুষের জন্য সেবা করে যাচ্ছি। আমি ‘মা’ জাতিকে হৃদয় দিয়ে ভালোবাসি এবং গভীর শ্রদ্ধা করি। সেকারণেই আমি ‘মা’ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি। তিনি আরো বলেন, “আমি ডি.বি ইউনাইটেড হাইস্কুলকে জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় সাতক্ষীরা সদরে স্মার্ট বিদ্যালয় হিসেবে গড়ে তুলেছি। আমি আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে জনগণের সেবার লক্ষ্যে আপনাদের সমর্থন নিয়ে আসন্ন ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি চেয়ারম্যান হিসেবে দাঁড়াতে চায়। আমার চাওয়া পাওয়ার কিছুই নাই। আমি জনগণের হক জনগণের মাঝে সুষ্ঠুভাবে বন্টন করতে চাই এবং সেই সাথে ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদকে মডেল ইউনিয়নে পরিণত করতে চাই।” 8,561,885 total views, 590 views today |
|
|
|