Site icon suprovatsatkhira.com

ইসলামী আন্দোলনের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : আজ ০৫/০৭/২৪ ইং রোজ শুক্রবার বিকাল ৫:০০ ঘটিকায় মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ভারতের সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিল এবং দুর্নীতির রাঘব বোয়ালদের দ্রুত গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করার দাবিতে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব শেখ আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ছারোয়ার আলম সহ-সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, শিক্ষা সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা জাহিদুল বাসার, শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ নুরুন্নবী, ইসলামী যুব আন্দোলন সাতক্ষীরা জেলা সভাপতি মোঃ মোবাশশীরুল ইসলাম তকী, সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফজর আলী, ইসলামী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা সভাপতি গাজী মোহাম্মদ আসাদুল্লাহ, সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান । অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক, আশাশুনি উপজেলা সভাপতি আলহাজ্ব শফিউদ্দিন, সেক্রেটারি মোঃ জহুরুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি প্রভাষক ওজিহার রহমান, তালা উপজেলা সভাপতি মোহাম্মদ ইউনুস আলী, পাটকেলঘাটা উপজেলা সহ-সভাপতি মোহাম্মদ তুহিন, সেক্রেটারি রবিউল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মুকিত, তথ্য ও গবেষণা সম্পাদক আল আমিন, পাটকেলঘাটা উপজেলা সভাপতি সাব্বির হোসেন তৌফিক প্রমুখ। বক্তাগণ বলেন অনতিবিলম্বে দেশের সকল দুর্নীতির রাঘববোয়ালদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে এবং দেশবিরোধী সকল চুক্তি বাতিল ঘোষণা করে দেশের স্বার্থ অনুযায়ী সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। ফিলিস্তিনি মুসলমানদের উপর নির্যাতন বন্ধ করে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা দিতে হবে। সমগ্র বিক্ষোভ সমাবেশ ও মিছিল পরিচালনা করেন প্রভাষক কাজী ওয়েজ কুরনী, সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা। বিক্ষোভ মিছিলটি দোয়া মোনাজাতের মাধ্যমে নবারুন স্কুল মোড়ে সমাপ্ত হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version