জুলাই ৬, ২০২৪
মেডিকেলে চান্স পেয়েও অর্থের অভাবে ভর্তি হতে পারছে না বড়দলের ফারহানা
নিজস্ব প্রতিবেদক : সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া সত্ত্বেও ভর্তির অর্থ জোগাড় করতে না পেরে অনিশ্চিত ভবিষ্যতের প্রহর গুনছে ফারহানা নামের এক মেধাবী শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বড়দল গ্রামে। হতদরিদ্র পিতা মিজানুর রহমান পেশায় একজন দিনমজুর। সহায় সম্বল বলতে তেমন কিছুই নাই। ৫ জনের সংসারে অনেক কষ্টে ধার দেনা করেই চলছে তাদের পরিবার। পরিবারের বড় সন্তান ফারহানা নিগার সুমি তেতুলিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২০ সালে বিজ্ঞান শাখায় গোল্ডেন এ+ পেয়ে এসএসসি পরিক্ষায় উত্তীর্ণ হয় এবং খুলনা পাইনিয়ার মহিলা কলেজ থেকে ২০২২ সালে বিজ্ঞান শাখায় এ+ পেয়ে উত্তীর্ণ হয়। পরিবারের ছোট পুত্র ২০২৪ সালের এসএসসি পরিক্ষায় কৃত্বিতের সাথে পাশ করেন। 8,987,219 total views, 4,392 views today |
|
|
|