Site icon suprovatsatkhira.com

ভোমরা স্থল বন্দরে ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম এর উদ্বোধন করলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম এর উদ্বোধন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো: জিল্লুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা -০৩ আসনের সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু, সংরক্ষিত নারী সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি, সুইসকন্টাক্ট বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টও মুজিবুল হাসান, জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবির, পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকীসহ অন্যরা। বিকেলে তিনি কালিগঞ্জের প্রস্তাবিত বসন্তপুর নৌ বন্দর পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, ভোমরার উন্নয়নে সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। আমরা ১০ হাজার কিলোমিটার বন্দর উন্নয়নে ৩ হাজার ৫০০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছি। এর মধ্যে শুধুমাত্র ১২০০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে ভোমরা বন্দরে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভোমরা স্থল বন্দর মডেল বন্দরে রূপান্তরিত হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version