নিজস্ব প্রতিনিধি : ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির বাদামতলা শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৮ জুলাই) বিকাল ৪ টায় মাহমুদপুর গালস্ স্কুলের পিছনে আল হাফিজের বাড়ি সংলগ্ন ব্র্যাকের অফিসে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্র্যাকের রিজোনাল ম্যানেজার মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাকের এরিয়া ম্যানেজার মোঃ আরিফুল ইসলাম, আলিপুর ইউনিয়ন পরিষদের ০৯ নং ওয়ার্ডের মেম্বার আঃ ছালাম, ০৭ নং ওয়ার্ডের মেম্বার মোঃ ইকবল হোসেন, ০৮ নং ওয়ার্ডের মেম্বার মোঃ আফাউদ্দীন, মাহমুদপুর হাইস্কুলের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র শীল। এসময় উপস্থিত ছিলেন ব্র্যাকের ব্রাঞ্চ ম্যানেজার (দাবী) কে এম উজ¦ল আলম, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার (দাবী) এমডি তানজিরুর রহমান, মিহির মন্ডল, পিও এসডি গিয়াসউদ্দীন, মোঃ মাসুদ রানা, সেলিনা খাতুন, ফারহানা খানম, মিস তানিয়া খাতুন প্রমূখ।
8,953,466 total views, 9,216 views today