জুলাই ৯, ২০২৪
কালিগঞ্জে সংখ্যালঘু পরিবারের সম্পত্তি জবরদখল ও জীবনের নিরাপত্তার দাবীতে বৃদ্ধার সংবাদ সম্মেলন প্রশাসনের হস্তক্ষেপ কামনা
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার কালিগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সম্পত্তি জবরদখল ও ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতলেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন কালিগঞ্জের বন্দীপুর গ্রামের বৃদ্ধার নিরঞ্জন ঘোষ। লিখিত অভিযোগে তিনি বলেন, বিগত ৩০ বছর পূর্ব আমার পুত্র শংকর কুমার ঘোষ স্বধর্ম সনাতন ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করে এবং নাম রাখে আব্দুর রহমান। সেই নামেই সে পরিচিত ও সকলেই চেনে জানে। ধর্মান্তরিত হয়ে আমার পরিবার হতে সম্পুর্ন বিচ্ছিন্ন হয়ে রুবিনা পারভীন নামের একটি মেয়েকে বিয়ে করে সেখানেই সংসার জীবন যাপন করছে। যেহেতু পরিবারের ইচ্ছার বিরুদ্ধে ধর্মান্তরিত সেকারণেই আমার উত্তরাধিকার হতেও আইনের বিধানমতে সে বঞ্চিত হবে এটাই স্বাভাবিক। এরপরেও শংকর ঘোষকে নব মুসলিম আখ্যা দিয়ে আমার ও আমার পরিবারের উপর জুলুম শুরু করেছে একটি চক্র। কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের বন্দীপুর গ্রামের আব্দুর রউফ গাজীর মেয়ে ও ধর্মান্তরিত আব্দুর রহমানের স্ত্রী রুবিনা পারভীর (৩৮), আড়ংগাছা গ্রামের শ্যামলীর সরদারের ছেলে সাইদুর রহমান (৫০), পীরগাজন গ্রামের নজির আহমেদ এর ছেলে মাসুম বিল্লাহ (৪৮), আবুল কাশেম গাজীর ছেলে আব্দুল মান্নান গাজী (৫৫), আব্দুর রউপ গাজীর ছেলে আসাদুর রহমান গাজী (৩৫), আব্দুল হামিদ গাজীর ছেলে আব্দুস সামাদ গাজী (৪০), ও আব্দুর রশিদ গাজীর ছেলে আব্দুস সেলিম গাজী (২৮) সহ তাদের দোসররা সম্পুর্ন পরিকল্পিত ভাবে আমার সম্পত্তি জবরদখল করার পায়তারা চালাচ্ছে এবং নানান রকম হুমকি ধমকী দিয়ে আসছে। ইতিমধ্যেই ভয়ভীতি প্রদর্শন করে আমার ৮ শতক জমির উপরে বাসগৃহ জোর করে দখল করেছে। আব্দুর রহমান (শংকর কুমার ঘোষ) বর্তমানে বিদেশে অবস্থান করায় অবৈধভাবে সম্পত্তি দখল করতে তার স্ত্রী রুবিনা পারভীন কে দিয়ে পরিকল্পিত ভাবে এসব করছে। 8,571,372 total views, 10,077 views today |
|
|
|