জুন ২৯, ২০২৪
মৃত্তিকা সংস্থার আয়োজনে অধিকর ভিত্তিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা শ্যামনগর উপজেলার ৮ নং ঈশ্বরীপুর ইউনিয়নে ৮নং ওয়ার্ডের পূর্ব বংশীপুর দাস পাড়ায় উন্নয়ন মূলক সেবাদানকারী বেসরকারি সংস্থা যা এনজিও ব্যাুরো অনুমোদন প্রাপ্ত। দাস পাড়ায় ২০ জন দলিত অনগ্রসর জনগোষ্ঠীর নারীর অধিকর ভিত্তিক সচেতনতামূলক (Right Based Awareness meting) অনুষ্ঠিত হয়েছে। সংস্থাটি মানবাধিকার সুরক্ষা, আইনের সহায়তা উন্নয়নে লক্ষে শ্যামনগর উপজেলায় ৪ টি ইউনিয়নে ৮ টি দলে ১৬০ জন যুব ও নারীদের নিয়ে কাজ করছে।শনিবার ২৯ জুন বিকাল ৪ টার সময় ৮ নং ঈশ্বরীপুর ইউনিয়নে দাস সম্প্রদায়ের শাফলা দলের ২০ জন নারীর মাঝে প্রোগ্রাম অফিসার আম্বিয়া খাতুন জন্ম নিবন্ধন মৃত্যু সনদ ও অধিকর ভিত্তিক সচেতনতামূলম আলোচনা করেন। উপস্থিত ছিলেন ফিল্ড অর্গানাইজার ফাহমিদা খাতুন প্রমুম। এ ছাড়া উপস্থিত ছিলেন দলিত অনগ্রসর জনগোষ্ঠীর দলের সদস্য বৃন্দ। স্মৃতি দাস বলেন জন্ম নিবন্ধন হলো এক জন নাগরিকের প্রথম রাষ্ট্রীয় স্বীকৃতি। মিনা সরকার বলেন শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নির্বন্ধন করা বাধ্যতামূলক, শিশুর জন্ম নিবন্ধনের জন্য ইউনিয়ন পরিষদে করতে হবে, মাধবী দাস বলেন আগে জানতাম না শিশু জন্ম নিবন্ধনের জন্য সার্টিফিকেট ও ছাড়পত্র প্রয়োজন হয় মৃত্তিকা সংস্থার অধিকার ভিত্তিক মিটিং এর মাধ্যমে জানতে পারছি, এ ছাড়া সংস্থাটি শ্যামনগন উপজেলায় যুবকদের নিয়ে জলবায়ু পরিবর্তনের অভিযোজনের কাজ করছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মৃত্তিকা সমাজ উন্নয়ন মূলক প্রতিষ্ঠানের প্রোগ্রাম ম্যানেজার আম্বিয়া সুলতানা। 8,549,614 total views, 220 views today |
|
|
|