Site icon suprovatsatkhira.com

সাতক্ষীর সদর এমপির অনুকূলে টিআর কাবিটা প্রকল্পের চেক বিতরণ

নিজস্ব প্রতিনিধি : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে সংসদ সদস্য ১০৬ সাতক্ষীর সদর -২ এর অনুকূলে টিআর/ কাবিটা কর্মসূচীর আওতায় প্রকল্পের বিপরীতে বরাদ্ধকৃত অর্থের চেক বিতরণ করা হয়েছে। (১৪জুন ) সোমবার বেলা ১২ টায় সদর উপজেলা পরিষদ ডিজিটাল কান্নারে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুদানের চেক বিতরণ করেন এবং বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান (আশু)। এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইয়ারুল হক।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ১২০ টি প্রকল্প অধীনে সাতক্ষীরা সদর উপজেলায় ৭১ লক্ষ্য ৩৩ হাজার ৩শ ৩৩ টাকার বরাদ্ধকৃত অর্থের চেক বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে বিতরণ করেন সংসদ সদস্য আশরাফুজ্জামান (আশু)। এর অধীনে মসজিদ, মাদ্রাসা,মন্দির , শ্মশান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান লাইব্রেরী বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে এ অর্থ প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সদর- ২ আসনের সংসদ সদস্য একান্ত সহকারী ও জেলা জাতীয় পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক শেখ নাঈম হোসেন, সহ যুগ্ম সাধারণ সম্পাদ নাজমুল হোসেন, সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা শেখ শহিদুর রহমান সহ সদর উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version