Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরায় যুব নেতৃত্বাধীন স্থানীয় বিভিন্ন প্লাটফর্মের সাথে নেটওয়ার্ক গঠন

প্রেস বিজ্ঞপ্তি : শনিবার (২৯ জুন-২০২৪) সকাল ১০ ঘটিকায় বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো, সাতক্ষীরার বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় যুব নেতৃত্বাধিন ইয়ূথ হাব সাতক্ষীরার হলরুমে যুব নেতৃত্বাধিন বিভিন্ন প্লাটফর্মের সাথে নেটওয়ার্ক গঠন বিষয়ে মিটিং অনুষ্ঠিত হয়েছে। স্বাগত বক্তব্য প্রদান করেন সিডো সংস্থার প্রধান নির্বাহী, শ্যামল কুমার বিশ^াস, প্রকল্প ও নের্টওয়ার্ক গঠনের লক্ষ্য-উদ্দেশ্য উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান তহিদ। স্থানীয় পর্যায়ে যুব সমমনা প্রতিষ্ঠান বা নেটওয়ার্ক আছে সেগুলোর সাথে একাতœ হয়ে বিভিন্ন ধরনের যৌথ উদ্যোগ করা। পাশাপাশি যুবদের এসব নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে কাজ করার সুযোগ তৈরী করা। স্থানীয় পর্যায়ে নেটওয়ার্কের কার্যক্রম যাতে আরো ত্বরান্বিত হয় সে ব্যাপারে কাজ করা। উপস্থিত ছিলেন শরুব ইয়ূথ টিম (শ্যামনগর), জনকল্যান সংস্থা (কালিগঞ্জ), কোষ্টাল ইয়ূথ নেটওয়ার্ক (শ্যামনগর), বাংলাদেশ মহিলা পরিষদ, টিআইবি, বারসিক, ফলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি), বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিবৃন্দ ও যুব সাংবাদিক সহ যুব সংঘের প্রতিনিধিবৃন্দ।

নেটওয়ার্ক গঠনের উদ্দেশ্য সমমনা ইয়ুথ প্লাটফর্মগুলোর একটা ম্যাপিং করে নেটওয়ার্কের নামকরণ করা এবং স্থানীয় পর্যায়ে সমস্যা চিহ্নিত করে কোন একটি সুনির্দিষ্ট সমস্যা নিয়ে যৌথ উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করা। উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ১৫ সদস্য বিশিষ্ট সদস্যের কমিটি গঠন করা হয়। সভাপতি, টিআইবি (ইয়েস গ্রæপ) মুশফিকুর রহমান, সহ-সভাপতি কর্ণফ‚লি যুব সংঘের শাহনাজ পারভীন ও ভিবিডি’র হোসেন আলী, সাধারণ সম্পাদক সিডো সংস্থার মো: তহিদুজ্জামান তহিদ, যুগ্ন সাধারণ সম্পাদক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মো: আসিফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক যুব সাংবাদিক ইব্রাহীম খলিল, অর্থ সম্পাদক বাংলাদেশ মহিলা পরিষদের রুপা মিত্র, প্রচার সম্পাদক সাতক্ষীরা ইয়ূথ হাবের কো-অর্ডিনেটর মাসুদ রানা, তথ্য ও যোগাযোগে বারসিক জাহাঙ্গীর আলম কে কার্যনির্বাহী কমিটির সদস্য ও শরূব ইয়ূথ টিম, জনকল্যান সংস্থা ও কোষ্টাল ইয়ূথ নেটওয়ার্ক কে উপজেলা কো-অর্ডিনেটর ও অন্যদের সদস্য করে নেটওয়ার্কের নামকরন করা হয় ”ইয়ূথ এ্যালাইন্স”। নেটওয়ার্কের মাধ্যমে আগামী মাসে কি উদ্যোগ গ্রহন করা হবে সে বিষয়ে কর্ম-পরিকল্পনা করা হয় এবং যৌথভাবে কার্যক্রম বাস্তবায়ন করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহন করা হয়। আর ও উপস্থিত ছিলেন, ইন্সপেরিটেটর, একশনএইড বাংলাদেশ সাদমান বিন আহসান, প্রোগ্রাম অফিসার চন্দ্রশেখর হালদার, ফাইন্যান্স অফিসার চন্দন কুমার বৈদ্য।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version