জুন ১৪, ২০২৪
শ্যামনগরের আটুলিয়া সোহরাবিয়া মাদ্রাসার বিধি মোতাবেক নিয়োগ পরীক্ষা সম্পন্ন
শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসায় সরকারি বিধি মোতাবেক ১জন করে সহকারী সুপারঃ, নিরাপত্তাকর্মী ও আয়া পদে নিয়োগ পরীক্ষা স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে সম্পন্ন হয়েছে। ১৩ জুন ২০২৪(বৃহস্পতিবার) আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসায় কর্তৃপক্ষের আপ্রাণ চেষ্টায় নিয়োগ পরীক্ষা বা সাক্ষাৎ বোর্ড যথাযথ ভাবে সম্পন্ন হয়েছে। নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিজি প্রতিনিধি মনোনীত হন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) মোঃ আবুল বাসার। মাদ্রাসার সভাপতি মোঃ আলতাব হোসেন জানান, নিয়োগ পরীক্ষায় সহকারি সুপারঃ পদে ৩ জন, নিরাপত্তা কর্মী পদে ০৯ জন ও আয়া পদে ৬জন প্রার্থী অংশ গ্রহণ করেন। সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা(মাদ্রাসা) এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ৬ জুন ২০২৩ তারিখের স্মারক নং-৫৭, ২৫, ০০০০. ০০১. ১৫. ০০২. ১৫-৬৮১ এবং সর্বশেষ পরিপত্রের আলোকে নিয়োগ কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন হয়। নিয়োগ পরীক্ষায় সহকারি সুপারঃ পদে মোঃ ফারুক হোসাইন, নিরাপত্তা কর্মী পদে মোঃ সাইফুল ইসলাম ও আয়া পদে 8,550,977 total views, 1,583 views today |
|
|
|