জুন ১৩, ২০২৪
ফিংড়ী ইউনিয়নে বাজেট সভা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি : ১৩ জুন-২০২৪ রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো, সাতক্ষীরার ও একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় সাতক্ষীরা সদর উপজেলার ১৪ নং স্মার্ট ফিংড়ী ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট সভা-২৪ অত্র ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার ব্যবস্থায় তৃণমূলের প্রতিষ্ঠান হিসেবে ইউনিয়ন পরিষদ শুরু থেকে নিরবিচ্ছিন্নভাবে তৃণমূল জনগনের উন্নয়নে কাজ করে আসছে এবং জনগনের আশ্রয়স্থল হিসেবে পরিচিত হয়েছে। এই প্রতিষ্ঠানের সকল কাজে জনগণের অংশগ্রহন ও অংশীদায়িত্ব নিশ্চিত করতে পারলেই জনগণের প্রকৃত ভাগ্য উন্নয়ন সম্ভব হবে এবং স্থানীয় সরকার তার লক্ষ্য অর্জন করতে পারবে। জনগণের অংশগ্রহণ ও অংশদারিত্ব নিশ্চিত করার জন্য প্রকাশ্য বাজেট অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ। ওয়ার্ড ভিত্তিক প্রি-বাজেটের মাধ্যমে জনগনের অগ্রাধিকার ভিত্তিক চাহিদা যাচাই ও পরিকল্পনা তৈরী করে ২০২৪-২০২৫ অর্থবছরের এ বাজেট সভা করা হয়েছে। উক্ত বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন ১৪ নং স্মার্ট ফিংড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: লুৎফর রহমান। সন্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডো সংস্থার নির্বাহী প্রধান শ্যামল কুমার বিশ^াস। প্রাক-বাজেট উপস্থাপনা করেন ইউপি সচিব মো: আলকাজ আলি, বক্তব্য রাখেন সবুজ পৃথিবী যুব সংঘের সদস্য কৃষ্ণা সরকার ও আজমাইন, সততা যুব সংঘের সভাপতি মহিবুল্লাহ। প্রকাশ্যে বাজেট সভার উদ্দেশ্য ছিল, উম্মুক্ত বাজেট অধিবেশনের মাধ্যমে স্বচ্চতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। ওয়ার্ড ভিত্তিক জনগণের চাহিদা যুব-নারী, স্বাস্থ্য ও পরিবেশবান্ধব খাতসমুহে বাজেটে অর্ন্তভ‚ক্ত করা। অংশগ্রহণমূলক বিপদাপন্নতা বিশ্লেষণের মাধ্যমে বাজেটে বরাদ্দ রাখা। উম্মুক্ত বাজেট অধিবেশনে অংশগ্রহণ করে নিজের মতামত প্রকাশ করার সুযোগ থাকা এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। উক্ত বাজেট সভায় যুব সংঘের সদস্যরা তাদের চাহিদা পত্র প্রদান ও উপস্থাপনা করেন এবং নিন্মলিখিত খাতসমুহে বাজেটে অর্ন্তভুক্ত করার আহবান করেন। আশ্রয়কেন্দ্র গুলোতে পানীয় জলের সরবরাহ নিশ্চিত করা। (টিউবওয়েল সংস্কার উত্তর ফিংড়ী স্কুল কাম সাইক্লোন শেল্টার সেন্টার) আশ্রয়কেন্দ্রে প্রতিবন্ধিদের চলাচলের জন্য র্যাম্প (সিড়ি) তৈরী। (উত্তর ফিংড়ী স্কুল কাম সাইক্লোন শেল্টার সেন্টার) বৃক্ষরোপন নিশ্চিত করা। (আশ্রয়কেন্দ্র, উম্মুক্ত স্থান ও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ)। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণজরুরী ত্রাণ ও জলবায়ূ পরিবর্তন তহবিল (জলবদ্ধতা নিরসন)। উপস্থিত ছিলেন ইউপি সচিব মো: আলকাজ আলি, ইউপি সদস্যবৃন্দ, প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, ইয়ূথ পিয়ার গ্রæপ ফ্যাসিলিটেটর হৃদয় মন্ডল, সততা ও সবুজ পৃথিবী যুব সংঘের যুব সদস্যবৃন্দ ও অত্র ইউনিয়নের সাধারণ জনগন । 8,569,053 total views, 7,758 views today |
|
|
|