Site icon suprovatsatkhira.com

প্রতিবেশীর অত্যাচার থেকে সংসার ও জমি রক্ষার্থে প্রবাসীর স্ত্রীর সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি : প্রতিবেশির অত্যাচার থেকে সংসার ও জমি রক্ষার্থে সংবাদ সম্মেলন করেছেন এক নারী। বৃহস্পতিবার বিকাল ৬টার সময় পলাশপোলস্থ সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সদরের কামাল নগর দক্ষিণ পাড়া গ্রামের প্রবাসী রতন সরকারের স্ত্রী রিতা সরকার এ সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি বলেন, আমি বিবাহের পর থেকে অদ্যবধি ১৭ বছর যাবত অত্র এলাকায় বসবাস করছি। কিন্তু আমার প্রতিবেশি একই এলাকার চিত্ত রঞ্জন বিশ^াসের স্ত্রী রুপালী বিশ^াস আমাকে সংসার করতে দিবে না বলে বিবাহের পর থেকে নানান ষড়যন্ত্র করে যাচ্ছে। যার ফলে ১৫ বছর ধরে তার নির্মম নির্যাতনের শিকার হয়ে যাচ্ছি। ফলশ্রæতিতে আমি আমার দুই সন্তান নিয়ে আমার স্বীয় গৃহে বসবাস করতে পারছি না। আমার রেকর্ডীয় জমির প্রাচীরের উপরে চাল তুলে আমার বাড়ির প্রবেশ পথের সামনে নিয়ম বহির্ভূতভাবে ঘর তুলে বসবাস করছে রুপালী বিশ^াস ও তার স্বামী চিত্তরঞ্জন বিশ^াস। আমি ভেবেছিলাম আমার স্বামীকে প্রবাসে পাঠালে চিত্তর স্ত্রীর কুনজর থেকে আমি ও আমার পরিবার নিষ্কৃতি পাবো।কিনÍু বিধি বাম আমার স্বামী প্রবাসে গেলেও অত্যাচারের মাত্রা ক্রমাগত আরো বাড়তে থাকে।কারণ আমি ও আমার দুই সন্তান নিয়ে সংসারের প্রয়োজনে বাজার ঘাট বা বাইরে যাওয়া আসার পথে উসকানিমূলক বাক্য ছুড়তে থাকে প্রতিনিয়ত। তখন মৌখিক প্রতিবাদ যতবারই করেছি বিগত ১৫ বছর ধরে ততবারই নির্য়াতনের খড়গ আমার ও আমার সন্তানের কপালে জুটেছে। আমরা প্রশাসনের সহযোগিতা নিতে গেলে উক্ত পরিবার প্রধান গাড়িচালক চিত্ত রঞ্জন বিশ^াস কর্মসূত্রে ততকালিন আশাশুনি কোর্ট জিআরও আজম খানকে ওসি পরিচয় দিয়ে তার পদ মর্যাদা ব্যবহার করে আমাদেরকে ভয়-ভীতি হুমকি দিতে থাকে । এভাবে চলতে থাকে নির্যাতনের বিভীষিকাময় অধ্যায়। আমরা এ থেকে বাঁচবার জন্য থানায় একাধিকবার জিডি করলেও উক্ত কোট জিআরও তার গাড়ি চালকের পক্ষ নিয়ে থানা থেকে বিষয়টি সমাধান করে দিবে বলে সময়ক্ষেপন করে। প্রশাসনের সহযোগিতায় গত ২ বছর আগে সাতক্ষীরা সদর থানায় একটি ডায়েরি করি যার নং-১০০১। এর মাধ্যমে উক্ত চিত্ত রঞ্জন বিশ^াসকে থানায় হাজির করা হলে কোট জিআরও তার প্রভাব খাটিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। এরপর আমরা স্থানীয়ভাবে গ্রাম্য শালিস, ফাড়িতে, এসপি অফিসে বিভিন্ন জায়গায় বিচার প্রার্থনা করলেও আজম খানের প্রভাবে সেখান থেকে আমরা কোনো সুবিচার পায়নি। এক পর্যায় নির্যাতন আরো বাড়তে থাকে। এবার তাদের লক্ষ্য শুধু আমার স্বামী নয়, আমার গৃহ জমিটাও। তারই ধারাবাহিকতায় ১২/০৫/২০২৪ ইং তারিখে আমাকে ও আমার পুত্রদ¦য়কে মারধর করে। সে রেশ কাটতে না কাটতে তারই সূত্র ধরে আবারো গত ২৬/০৬/২০২৪ ইং সকাল ১১টা ২০ মিনিটের দিকে প্রতিবেশী আব্দুল মজিদ গাজীর ছেলেদের মধ্যে দুর্ধর্ষ আলিম, তালিম, বিল্লাল ও ওদের পরিবারের কয়েকজন মহিলাকে নিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে আমার বাড়িতে মুরগি খোঁজার ভান ধরে আমার উপরে ইট, পাটকেল, লোহার রড নিয়ে হামলা করে।যার ফলে রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যাই। আমার আত্ম চিৎকারে আমার প্রতিবেশি বোন সহ স্থানীয়রা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে মহিলা সার্জারী ওয়ার্ডের বারান্দায় আমি চিকিৎসাধীন আছি। আমি ও আমার পরিবারের জীবন রক্ষার্থে সুবিচারের প্রত্যাশায় মাননীয় প্রধানমন্ত্রীসহ স্থানীয় পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version