পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় পাট চাষী প্রশিক্ষণ -২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয় আয়োজিত এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে সংযুক্ত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ঢাকা পাট অধিদপ্তরের অতিরিক্ত সচিব মহাপরিচালক জিনাত আরা।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু। বাংলাদেশের পাট বিশ্বমান, পাট শিল্পের অবদান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” প্রতিপাদ্যকের আলোকে এসময়ে প্রশিক্ষক হিসেবে পাট বিষয়ে জেলা পাট উন্নয়ন কর্মকর্তা বাসুদেব হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসীম কুমার দাশ, মূখ্য পরিদর্শক মো. মুজিবুর রহমান, উপসহকারী পাট সম্প্রসারণ কর্মকর্তা অনিরুদ্ধ রায় গুরুত্বপূর্ণ আলোকপাত করেন। পাট চাষী প্রশিক্ষণে অতিথিরা, পণ্যের পাটজাত মোড়ক ব্যবহার আইন ২০১০ মেনে চলতে সবাইকে উদ্বুদ্ধ করেন।
প্রান্তিক পর্যায়ে কৃষকদের পাট চাষে উদ্বুদ্ধ করতে বর্তমান সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন। এছাড়া বক্তারা, চাষীদের বৈজ্ঞানিক পদ্ধতিতে পাট উৎপাদন করে পাটের হারানো ঐতিহ্য পুনরুদ্ধার করার আহ্বান জানান। প্রশিক্ষক কর্মশালায় উপজেলার ৭৫ জন পাট চাষীদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
পাইকগাছায় পাট চাষীদের প্রশিক্ষণ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/