Site icon suprovatsatkhira.com

দেবহাটায় হয়রানি থেকে রেহায় পেতে বৃদ্ধার সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি: দেবহাটায় মিথ্যা ভাবে হয়রানি ও ষড়যন্ত্র থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন আব্দুল জব্বার নামের এক বৃদ্ধ। সে মাঝ সখিপুর গ্রামের মৃত মোজাম্মেল বিশ^াসের ছেলে। রবিবার সকালে সখিপুর বরফকলস্থ নিজস্ব বাসভবনে এ সংবাদ সম্মেলনে আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে জানান, আমি ব্যাংক ঋণ ও অসুস্থ থাকায় টাকার প্রয়োজন হলে সখিপুর মৌজায় আমার ৯৩ শতক জমি বিক্রয় করতে ইচ্ছা পোষন করি। যার বি.আর.এস খতিয়ান নং ১৬৪৯, দাগ নং- ৫৪৩৭। যা খারিজ খতিয়ান/ নামজারি খতিয়ান ৩২৭১ আমার নামে রেকড সংশোধন হয়েছে। উক্ত জমিটি দক্ষিন সখিপুর গ্রামের মৃত আবুল কালামের পুত্র মোঃ শরিফুল ইসলাম ৪৫ লক্ষ টাকায় নিতে রাজি হয়। মৌখিক চুক্তির এক পর্যায়ে সে আমাকে চিকিৎসার জন্য কয়েক দফায় প্রায় ৪ লক্ষধীক টাকা দিয়েছে। কিছু দিন পরে শরিফুল আমাকে জানান সে এক সাথে ৪৫ লক্ষ টাকা ম্যানেজ করতে পারছে না। আপাতত আমার এনসিসি ব্যাংকের ১০ লক্ষ টাকার লোনটি পরিশোষ করে দিবে। কিন্তু মানুষের মৃত্যুর কথা বলা যায় না, পরে যদি কোন সমস্যা হয় তাহলে আমি কিন্তু শেষ হয়ে যাবো। আমি তাকে একটি ১০ লক্ষ টাকার বাংলাদেশ কৃষি ব্যাংকের একটি চেক দেই। কিন্তু শরিফুল আমার এনসিসি ব্যাংকের লোনের পরিশোধ করেননি, বরং আমার নিকট থেকে জামানত স্বরুপ চেক গ্রহন করে। তাছাড়া আমি চিকিৎসার জন্য ছেলের বাসা রংপুরে গেলে শরিফুল আমার জমির মাটি কেটে ভাটায় বিক্রি করে দেয় এবং পুকুর তৈরি করে জমির দাম কমিয়ে দেয়। কিছুদির পরে আমি বাড়িতে আসার পর জানতে পারি সে আমার ব্যাংক লোন পরিশোধ না করে উল্টো আমার জমির মাটি কেটে নিয়েছে। আমি এসব বিষয়ে শরিফুলের কাছে জানতে চাইলে সে এড়িয়ে যেতে থাকে। এক পর্যায়ে সে বলে তার সাতক্ষীরাতে ১টি জমি আছে সেটি বিক্রয় করেই সব টাকা পরিশোধ করে দিবে বলে জানান। এর কিছুদিন পরে টাকা চাইতে গেলে সে তালবাহানা করতে থাকে। আমার জমিতে সমস্যা আছে জানিয়ে সে এত টাকা দিয়ে ঐ জমি নিতে পারবো না। কম টাকায় না দিলে সে জমি নিবে না বলে জানিয়ে তার দেওয়া সব টাকা আমাকে ফিরিয়ে দিতে বলে। লিখিত বক্তব্যে আরো জানান, শরিফুল আমার জমিতে পুকুর কেটেছে। সে একজন দুষ্টু প্রকৃতির লোক। এমনকি বিভিন্ন লোকের নিকট থেকে টাকা নিয়ে কয়েক বছর আতœগোপন করে ছিলো। আমার দেওয়া ১০ লক্ষ টাকার চেকটি দিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। সে মিথ্যা বানোয়াট কথা বলে আমার সম্মানহানি করছে। আমি তার অপপ্রচারের তীব্র নিন্দা ও সঠিক তদন্ত পূর্বক প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version