Site icon suprovatsatkhira.com

দেবহাটায় কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের বাছায়

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় কম্পিউটার এন্ড নেটওয়াকিং বিষয়ক প্রশিক্ষণের প্রশিক্ষাণার্থী বাছায় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পাতিবার (২৭ জুন) উপজেলা যুব পরিষদ সভাকক্ষে এ যাচাই-বাছায় অনুষ্ঠিত হয়। উপস্থিত থেকে যাচাই-বাছায় মৌখিক পরীক্ষা গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, যুব উন্নয়ন অফিসার আহমেদ তাহমীর সিদ্দীক, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহকারী আবুল কালাম আজাদ।
উল্লেখ্য যে, যুব উন্নয়ন অধিদপ্তরধীন “টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অফ বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়), শীর্ষক প্রল্পের আওতায় দুই মাস মেয়াদী “কম্পিউটার ও নেটওয়ার্কিং” বিষয়ে প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে। উক্ত প্রশিক্ষণ কোর্সে ১৮-৩৫ বছর বয়সী কর্ম-প্রত্যাশী যুবদের কর্মসংস্থানের নিমিত্তে আবেদনপত্র গ্রহণ করা হয়। এতে ২৬৬ জন আবেদন করেন। যার মধ্যে ৪০ জন যুবদের বাছায় করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version