Site icon suprovatsatkhira.com

দুর্যোগকালীন স্বাস্থ্যসেবায় উদ্বুদ্ধকরণ প্রচারণা ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : বুধবার (২৬ জুন-২০২৪) সকাল ১০ ঘটিকায় বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো, সাতক্ষীরার ও একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় সদর উপজেলার ৯নং ব্রক্ষ্ররাজপুর ইউনিয়ন পরিষদে দুর্যোগকালীন ও জলবায়ু বিপদাপন্ন এলাকার ঝুঁকিতে থাকা নারীদের স্বাস্থ্য ঝুঁকি ও প্রজনন স্বাস্থ্যসেবা প্রদানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে উদ্বুদ্ধকরণ প্রচারণা ও মেডিকেল ক্যাম্পে ৯নং ব্র²রাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার সাতক্ষীরা সদর হাসপাতাল ডা: রাহুল দেব রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার, ডা: তিথী সরকার, ব্র²রাজপুর ইউনিয়ন পরিষদ ইউপি সচিব মো: আমিনুর রহমান। উপস্থিত ছিলেন ব্র²রাজপুর ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং ওয়ার্ড, সদস্য আফরোজা খাতুন, ৪,৫,৬ নং ওয়ার্ড মোছা: ময়না খাতুন, ৭,৮,৯ নং ওয়ার্ড নুরুন্নাহার বেগম, ২নং ওয়ার্ড মো: মিজানুর রহমান, ৪নং ওয়ার্ড মো: কামরুজ্জামান, ৫নং ওয়ার্ড মো: মোস্তাফিজুর রহমান, ৬নং ওয়ার্ড মো: লুৎফর শেখ, ৭নং ওয়ার্ড মো: আব্দুল হাকিম, ৯নং ওয়ার্ড সুভাষ চন্দ্র মন্ডল, সিএইচসিপি মাহফুজা খাতুন, স্বাস্থ্য সহকারী বিলকিস নাহার, এফডবিøউএ ফারজানা আক্তার ও যুব সদস্যবৃন্দ।

উক্ত উদ্বুদ্ধকরণ প্রচারণার স্বাগত বক্তব্য ও দুর্যোগকালীন ও জলবায়ু বিপদাপন্ন এলাকার ঝুঁকিতে থাকা নারীদের স্বাস্থ্য ঝুঁকি ও প্রজনন স্বাস্থ্যসেবা প্রদানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে উদ্বুদ্ধকরণ প্রচারণার প্রতিবেদন উপস্থাপনা করেন প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান তহিদ। বক্তব্য প্রদান করেন একশনএইড বাংলাদেশ ইন্সপেরিটর সাদমান বিন আহসান, বেতনা যুব সংঘের সেক্রেটারী সাকিব হাসান, লাল গোলাপ যুব সংঘের সাধারণ সম্পাদক সামিরা খাতুন, সাতক্ষীরা ইয়ূথ হাবের সদস্য স্বপ্না পারভীন। উদ্বুদ্ধকরণ প্রচারণার উদ্দেশ্য ও প্রত্যাশা ছিল দুর্যোগের সময় আশ্রয়কেন্দ্রে সামাজিক সুরক্ষা নিশ্চিত করা যাতে ক্ষতিগ্রস্থ ব্যাক্তিরা যথাযথ পরিসেবা পান, বিশেষ করে (লিঙ্গ-ভিত্তিক সহিংসতা, গর্ভাবস্থা/ মাতৃকালীন জরুরী স্বাস্থ্যসেবা, মাসিক এবং অন্যান্য সুরক্ষা) প্রদানে পদক্ষেপ গ্রহন করবে। দুর্যোগের সময় এলাকার মহিলাদের মধ্যে বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি, পরিচ্ছন্নতা, প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরী করা। স্থানীয় পর্যায়ে মহিলারা জলবায়ূর দুর্বলতা সম্পর্কে শিখবে এবং তাদের স্বাস্থ্যবিধিতে সক্রিয় ভুমিকা পালন করার জন্য সচেষ্ট হবে। এই প্রচারাভিযানে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। পরবর্তীতে প্রতিমাসে কমপক্ষে ১ বার পরিষদের মাধ্যমে এই মেডিকেল ক্যাম্পের কার্যক্রম অব্যহত থাকবে, ইউনিয়ন পরিষদ আয়োজন করবে সেখানে যুবরা সার্বিক সহযোগিতা করবে। সমগ্র অনুষ্ঠানিটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান তহিদ। উপস্থিত ছিলেন ইন্সপেরিটর একশনএইড বাংলাদেশ সাদমান বিন আহসান, প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, ফাইন্যান্স অফিসার চন্দন কুমার বৈদ্য।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version