Site icon suprovatsatkhira.com

কয়রায় লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

মোঃ রউফ কয়রা, খুলনা প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় প্রচন্ড তাপদাহে পল্লী বিদ্যুৎএর লোডশেডিংএ-র মহাসব, গরমে মানুষের যখন হাস-পাস উঠছে তখনই কয়রায় ঘন্টায় ৩/৪ বার বিদ্যুৎ যাওয়া,আশা করছে বলে অভিযোগ উঠছে। আজ ২৫,৬,২৪ মঙ্গলবার সরজমিন কয়রা উপজেলার মহারাজ পুর ইউনিয়নের মঠবাড়ি, কয়রা সদর এ-র ৪,৫,৬ কয়রা ও উত্তর বেদকাশি ইউনিয়ন বতল বাজার, বড় বাড়ি, পাথর খালি গ্রাম ঘুরে বিদ্যুৎ ব্যবহার কারী সাধারণ গ্রাহকরা বলেন দিনেওরাতে মিলিয়ে ২৪ ঘন্টায় ১৭/১৮ ঘন্টা বিদ্যুৎ পাচ্ছি না আমরা। প্রচন্ড গরমে সময়মত বিদ্যুৎ না থাকায় অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদের দাবি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া হোক। এদিকে চরম দুর্ভোগে পড়ছে এসব এলাকার ছোটো, ছোটো চার দোকানদারা তারা বলছে সকালে ও সন্ধ্যায় আমাদের দোকানে একটু বেচা-কেনা হয় সেই সময় বিদ্যুৎ থাকেনা এতে করে চরম বিপাকে পড়তে হচ্ছে। সাধারণ খেটে খাওয়া দিন মুজুরেরা বলছে এক বেলা আমরা কাজ করি দুপুরের সময় ২/৩ টার দিকে আমরা একটু রেষ্ট করি সেই সময় ও বিদ্যুৎ থাকে না। ৫/৬ কয়রা গ্রামের কয়েক জন অবিভাবকের উদ্বেগ প্রকাশ করে বলেন গত কয়েক সপ্তাহ যাবত প্রতিদিন সন্ধ্যায় বিদ্যুৎ চলে যাচ্ছে আমাদের ছোটো, ছোটো ছেলে, মেয়ের লেখা পড়ার ক্ষতি হচ্ছে। বিষয় টা নিয়ে একধিকবার কয়রা সব-জোনাল পল্লী বিদ্যুৎ অফিসে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। খুলনা পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা হলে জেনারেল ম্যানেজার মোঃ জিল্লুর রহমান বলেন বিষয় টা তো আমি জানিনা তবে কি কারণে এতো লোডশেডিং হচ্ছে তার খোঁজ নেওয়া হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version