Site icon suprovatsatkhira.com

কেন্দ্রীয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে পদ পেলেন সাতক্ষীরার তিন কৃতি সন্তান

নিজস্ব প্রতিনিধি : গত ১৫ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ২৬০ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে মোঃ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাছির উদ্দীন নাছিরকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে স্থান পেয়েছেন সাতক্ষীরার তিনজন কৃতি ছাত্র। ২৬০ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটির কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক পদ পেয়েছেন ফারুক হোসেন। তিনি ঢাকা বিশ^বিদ্যলয়ের কৃতি ছাত্র এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৃতি সন্তান। এছাড়া যুগ্ম সম্পাদক পদ পেয়েছেন মোঃ রাকিবুল হাসান পলাশ (অয়ন)। তিনি জগন্নাথ বিশ^বিদ্যালয়ের কৃতি ছাত্র এবং কলারোয়া উপজেলার কৃতি সন্তান। অপরদিকে ওই কমিটিতে সহ সাধারণ সম্পাদকের পদে আসীন হয়েছেন সাতক্ষীরা সদর উপজেলার কৃতি সন্তান ও ঢাকা কলেজের কৃতি ছাত্র সাইদুল হোসেন সাইদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে পদ পাওয়ায় তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version