Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জ কৃষ্ণনগরে ৮ গুণী ব্যক্তিকে সম্মাননা পদক প্রদান

কৃষ্ণনগর প্রতিনিধি : কালিগঞ্জ কৃষ্ণনগরে ৮ গুণী ব্যক্তিকে সম্মাননা পদক প্রদান করা হয়। ১৮ জুন মঙ্গলবার বিকাল ৩ টার সময় উত্তর রঘুনাথ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতে বাঁধন হারা সাহিত্য পরিষদের সভাপতি কবি ও সাহিতিক ইব্রাহিম বাহার বক্তব্য রাখেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড,মুনজুর ইলাহী জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন এস,এম মাহবুবর রহমান মুকুল অধ্যক্ষ বঙ্গবন্ধু মহিলা কলেজ কলারোয়া। সভাপতিত্ব করবেন রবিউল বাশার। বাঁধন হারা সম্মাননা পদক প্রাপ্ত ব্যক্তিরা হলেন- ড, মোহাম্মদ আবদুল গফফার( শিক্ষাবিদ) সৈয়েদ আলী হাকিম ( নজরুল গবেষণা) আব্দুর রাজ্জাক রানা( জাতীয় সাংবাদিকতা) শেখ সাইফুল বারী সফু (আঞ্চলিক সাংবাদিকতা) স ম তুহিন (কবিতা) মোস্তফা ইউসুফ আলম (ইসলামি প্রবন্ধ) মোহাম্মদ জাহিদুর রহমান( প্রবন্ধ) ইয়াছিন মাহমুদ (সম্পাদনা) । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফিয়া পারভীন, চেয়ারম্যান কৃষ্ণনগর, অধ্যাপক ওমর ফারুক, বাংলা বিভাগ সখিপুর ফাজিল মাদ্রাসা, ড, মিজানুর রহমান, কাটুনিয়া রাজবাড়ী কলেজ,শেখ আনোয়ার হোসেন সভাপতি বাংলাদেশ সাংবাদিক সমিতি,সুকুমার দাস বাচ্চু সাধারণ সম্পাদক কালিগঞ্জ প্রেস ক্লাব,হাফিজুর রহমান শিমুল যগ্ন সাধারণ সম্পাদক কালিগঞ্জ প্রেস ক্লাব,কবি শওকাত উসমান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান টি পরিচালনা করেন আফজাল হোসেন। সার্বিক সহযোগিতা বাঁধন হারা সাহিত্য পরিষদ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version