প্রেস বিজ্ঞপ্তি : তালা উপজেলার ধানদিয়ায় ইউনিয়নে সিদ্ধান্ত গ্রহন প্রক্রিয়ায় নারী নেতৃত্বের প্রচার ও ক্ষমতায়ন বিষয়ে সমমনা প্লাটফর্মের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ১০ টায় তালা উপজেলার ১নং ধানদিয়া ইউনিয়ন পরিষদে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় সিদ্ধান্ত গ্রহন প্রক্রিয়ায় নারী নেতৃত্বের প্রচার ও ক্ষমতায়ন বিষয়ে সমমনা প্লাটফর্মের সাথে সংলাপে ইউপি সচিব জি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে ও প্রধান অতিথি ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম এর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। উক্ত সংলাপে স্বাগত বক্তব্য, প্রকল্পের কার্যক্রম ও প্রোগ্রামের লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য প্রদান করেন প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান (তহিদ)। বক্তব্য রাখেন কপোতাক্ষ যুব সংঘের ক্যাশিয়ার দিপা বিশ^া ও ঐশী সরদার, ঐক্য যুব সংঘের সভাপতি ওয়াছিমুল ইসলাম তপু, প্রান্তিক যুব সংঘের সদস্য স্বপ্না পারভীন, ইয়ূথ পিয়ার গ্রæপ ফ্যাসিলিটেটর পপি খাতুন। সংলাপের উদ্দেশ্য ছিল সরকারী ও সমমনা প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে পরিস্কার ধারনা পাবে এবং তাদের সাথে যুব নারীদের সম্পর্কের উন্নয়ন ঘটবে। যুব নারীদের বিভিন্ন প্নাটফর্মে অংশগ্রহনের জন্য উৎসাহ প্রদান । নারীদের দক্ষতা উন্নয়নে বর্তমান অবস্থান, সম্ভাবনা ও চ্যালেঞ্জ সমুহ নিয়ে আলোচনা করা। যুব নেতৃত্তে¡ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের ইউপি বিভিন্ন স্ট্যাডিং কমিটিতে অন্তর্ভূক্তির সুযোগ তৈরী করা।
সংলাপে আলোচনার বিষয়বস্তু ছিল, যুব নারীদের নেতৃত্তে¡র জায়গাগুলো কী হতে পারে? নারী নেতৃত্তে¡র ক্ষেত্রে বাঁধাসমুহ কী কী? বাঁধা সমুহ দুর করার উপায়সমুহ কী কী? বাধা সমুহ দুর করার ক্ষেত্রে বিভিন্ন সেক্টর এ্যাক্টরদের ভূমিকা সমুহ কী কী? নারী নেতৃত্তে¡র ক্ষেত্রে বাহ্যিক বাঁধাসমুহ দুর করার ক্ষেত্রে বিভিন্ন সেক্টর এ্যাক্টরদের (তথা পরিবার, কমিউনিটি, সাংবাদিক, সিভিল সোসাইটি, স্থানীয় সরকার ও প্রশাসনের ভূমিকা কী হতে পারে): যুব নারী নেতৃত্তে¡র ক্ষেত্রে বর্তমান সমাজে বিদ্যামান সুযোগ সুবিধাগুলো কী কী? ইত্যাদী বিষয়ে বক্তারা দিকনির্দেশনা প্রদান করেন এবং ইউপি বিভিন্ন স্ট্যাডিং কমিটিতে যুব নারীদের অর্ন্তভুক্তির জন্য সম্মতি প্রদান করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালচনায় ছিলেন প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান (তহিদ)।
সিদ্ধান্ত গ্রহন প্রক্রিয়ায় নারী নেতৃত্বের প্রচার ও ক্ষমতায়ন বিষয়ে সমমনা প্লাটফর্মের সাথে সংলাপ অনুষ্ঠিত
https://www.facebook.com/dailysuprovatsatkhira/