Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে ‘নবপল্লব’ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

এস, এম, মোস্তফা কামালঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে ৮টি জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার বাস্তবায়নাধীন ‘‘নবপল্লব’’ শীর্ষক প্রকল্পের উপজেলা পর্যায়ের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন ২০২৪(মঙ্গলবার) ইউকের এফসিডিও এর অর্থায়নে কেয়ার বাংলাদেশ সহায়তায় নবপল্লব প্রকল্পের আয়োজনে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম এর সভাপতিত্বে ‘নবপল্লব’ শীর্ষক প্রকল্পের উপজেলা পর্যায়ের অবহিতকরণ কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাজমুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইনচার্জ) মোঃ মাহাবুবুর রশিদ, প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা মোঃ শাহীনুল ইসলাম, গণ্যমাধ্যম কর্মী, স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের এনজিও প্রতিনিধিগণ।
অবহিতকরণ কর্মশালায় কর্ডএইডের সিনিয়র টেকনিক্যাল অফিসার মুক্তা রাণী রায় এর উপস্থাপনায় নবপল্লব প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন যে, দুটি পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল- সুন্দরবন এবং হাকালুকি হাওরের জলবায়ূ স্থিতিস্থাপকতা জোরদার করার জন্য জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক সম্পদ নির্ভর সম্প্রদায়কে জড়িত করার লক্ষ্যে, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং একই সাথে উদ্ভাবনী প্রকৃতি-ভিত্তিক এবং স্থানীয়ভাবে পরিচালিত অভিযোজন ও সমাধানের মাধ্যমে জনগণের জীবনযাত্রাকে বৈচিত্র্যময় ও উন্নত করা। ৮টি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের এনজিও কর্ডএইড, সিএনআরএস, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র, ফ্রেন্ডশীপ, প্রাকটিক্যাল অ্যাকশন, হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল, সি৩ইআর- ব্র্যাক ইউনির্ভাসিটি,আইডিই। কোরডেইড, সিএনআরএস, ফ্রেন্ডশীপ, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র সাতক্ষীরা জেলার ২টি উপকূলীয় উপজেলার মধ্যে শ্যামনগর উপজেলার১১ টি ইউনিয়নে প্রকল্প কার্যক্রম বাস্তবায়ন করছে।জলবায়ূ ও আবহাওয়া তথ্য সেবা, জলবায়ূ সহিষ্ণু ওয়াশ সেবা, জলবায়ূ সহিষ্ণু অবকাঠামো এবং কারিগরি প্রশিক্ষণ, নবায়ন যোগ্য শক্তি/জ্বালানী, জলবায়ূ সহিষ্ণু প্রকৃতি ভিত্তিক জীবিকায়ন চর্চা এবং স্থানীয় ভাবে নেত্বত্বাধীন অভিযোজন প্রক্রিয়া এবং স্থানীয় সরকারের যে বিভাগগুলো রয়েছে তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হবে। অনুষ্ঠানে সভাপতি শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম তার বক্তব্যে বলেন, প্রকল্পটি খুবই যুগোপযোগী ও নবপল্লব প্রকল্পের সাফল্য কামনা করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version