জুন ৩০, ২০২৪
যুব নারীদের জন্য ডিজিটাল স্বাক্ষরতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা ইয়ূথ হাবে যুব-নেতৃত্বাধীন যুব নারীদের জন্য ডিজিটাল স্বাক্ষরতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ জুন-২৪) সকাল ৯ টায় সাতক্ষীরা ইয়ূথ হাবে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো, সাতক্ষীরার বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় যুব নেতৃত্বাধীন যুব নারীদের জন্য ডিজিটাল স্বাক্ষরতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণটি উদ্বোধন ও স্বাগত বক্তব্য প্রদান করেন সিডো সংস্থার প্রধান নির্বাহী, শ্যামল কুমার বিশ্বাস। উক্ত প্রশিক্ষণে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী, বক্ষ্ররাজপুর ইউনিয়ন ও পৌরসভা এবং তালা উপজেলার ধানদিয়া ও নগরঘাটা ইউনিয়ন থেকে ২৫ জন তরুণী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য এই প্রশিক্ষণের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের যুব নারীদের ডিজিটাল লিটারেসির মাধ্যমে তাদের মৌলিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা বিষয়ক জ্ঞান বৃদ্ধি করা হবে। ২৫ জন করে যুব নারী সদস্য নিয়ে ২ ব্যাচে প্রশিক্ষণ পরিচালিত হবে। ২৫ জন তরূণী কম্পিউটার, স্মাটফোন এবং প্রয়োজনীয় সফটওয়ার/ এ্যাপ্লিকেশন (যেমন, ওয়ার্ড প্রেসেসিং, বাংলা ও ইংরেজি টাইপিং, ইমেইল ব্যবস্থাপনা এবং উপস্থাপনা সরঞ্জাম) ব্যবহার সহ মৌলিক থেকে মধ্যবর্তী ডিজিটাল দক্ষতায় সজ্জিত করা। ব্রাউজিং, অনলাইন যোগাযোগ এবং ডিজিটাল পদচিহ্ন এবং সাইবার নিরাপত্তা বোঝা সহ ইন্টারনেটের নিরাপদ এবং কার্যকর ব্যবহার সম্পর্কে তাদের শেখানো। শিক্ষা, কর্মসংস্থান এবং ব্যক্তিগত বৃদ্ধির জন্য তাদের ডিজিটাল সংস্থানগুলি অ্যাক্সের করতে এবং ব্যবহার করতে সহায়তা করবে এমন জ্ঞান এবং সরঞ্জামগুলি তাদের সরবরাহ করা। দিন ব্যাপী এই প্রশিক্ষণের দায়িত্ব পালন করেন ইন্সপেরিটর একশনএইড বাংলাদেশ সাদমান বিন আহসান, প্রশিক্ষণের সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন শাহনাজ পারভীন। উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী, মোঃ তহিদুজ্জামান (তহিদ), প্রোগ্রাম অফিসার চন্দ্রশেখর হালদার, ফাইনান্স অফিসার, চন্দন কুমার বৈদ্য, ইয়ূথ পিয়ার গ্রæপ ফ্যাসিলিটেটর হৃদয় মন্ডল প্রমুখ। 8,987,270 total views, 4,443 views today |
|
|
|