জুন ৮, ২০২৪
পদ্মপুকুরে ঘূর্ণিঝড় রিমালে বাড়িঘর ক্ষতিগ্রস্ত ১০৪ জন নারীর মাঝে নগদ সহায়তা প্রদান
নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে ঘূর্ণিঝড় রিমালে বাড়িঘর ক্ষতিগ্রস্ত ১০৪ জন নারীর মাঝে ৬ লক্ষ ২৪ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার (৭ জুন) বিকেলে পদ্মপুকুর ইউনিয়ন পরিষদ হলরুমে ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ ও স্টার্ট ফান্ড বাংলাদেশ’র সহযোগিতায় বিন্দু নারী উন্নয়ন সংগঠনের বাস্তবায়নে এ সহায়তা প্রদান করা হয়। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, ঘূর্ণিঝড় রিমালে পদ্মপুকুর ইউনিয়ন অনেক ক্ষতিগ্রস্ত। প্রায় ৭ ঘন্টা ব্যাপি প্রচন্ড শক্তির ঘূর্ণিঝড়ে তছনছ হয়ে গেছে অসংখ্য বাড়িঘর। বিশেষ করে নদীর পাশের বাড়িঘর গুলো বেশি ক্ষতিগ্রস্ত। অসহায় এসব পরিবারের সদস্যরা খুবি মানবেতর জীবন যাপন করছে। এমতাবস্থায় ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ ও স্টার্ট ফান্ড বাংলাদেশ’র সহযোগিতায় বিন্দু নারী উন্নয়ন সংগঠনের বাস্তবায়নে ক্ষতিগ্রস্ত ১০৪ জন নারীর মাঝে ৬ লক্ষ ২৪ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করায় তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি বলে জানান তিনি। 8,549,605 total views, 211 views today |
|
|
|