তালা প্রতিনিধি : তালা উপজেলা পরিষদের অভ্যন্তরীন সরকারি পুকুর থেকে ১টি ওয়ান শুটার গান উদ্ধার হয়েছে। সোমবার (২৪ জুন) দুপুর ৩টার দিকে পুকুর খনন কাজে নিয়োজিত শ্রমিকরা পরিত্যক্ত অবস্থায় থাকা অস্ত্রটি দেখতে পায়। পরে তালা থানা পুলিশ মরিচা ধরা অস্ত্রটি উদ্ধার করে।
তালা থানার ওসি মো. মমিনুল ইসলাম জানান, তালা উপজেলা পরিষদের অভ্যন্তরে অবস্থিত সরকারি পুকুরটি ভরাট হয়ে যাওয়ায় সেটি পুনরায় খনন করা হচ্ছে। সোমবার দুপুরে শ্রমিকরা পুকুরের মাটি কাটার সময় পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গানটি দেখতে পায়। পরে উপজেলার প্রশাসনের মাধ্যমে ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। অস্ত্রটি দেশীয় তৈরি এবং দীর্ঘদিন ধরে মাটি ও পানির নিচে পড়ে থাকায় সেটি মরিচা ধরে নষ্ট হয়েছে। এব্যপারে থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে- ওসি জানিয়েছেন।
এদিকে, তালা উপজেলা পরিষদের অভ্যন্তরীন সরকারি পুকুর থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকার মানুষের মাঝে কৌতুহল সৃষ্টি হয়েছে। এই পুকুরটির পূর্ব পাশে উপজেলা নির্বাহী অফিসারের সরকারি বাসভবন, পশ্চিম পাশে তালা সদর ইউনিয়ন পরিষদ এবং দক্ষিন পাশের্^ উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয় সহ একাধিক সরকারি দপ্তর রয়েছে। এরআগে এই পাশের্^ প্রায় সকল সরকারি দপ্তর এবং উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যলয় ছিল। একারনে অস্ত্রটি কোথা থেকে এসেছে বা কারা এনে এই পুকুরে ফেলেছিল তা নিয়ে বেশ আলোচনা হচ্ছে।
তালা উপজেলা পরিষদের পুকুর থেকে ওয়ান শুটার গান উদ্ধার
https://www.facebook.com/dailysuprovatsatkhira/