তালা প্রতিনিধি : ১৯৭২ সাল থেকে বাংলাদেশের ভাগ্যহত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মৌলিক মানবিক চাহিদা পূরণের প্রয়াসে জনকল্যাণ ব্রতী মানবিক উন্নয়ন প্রতিষ্ঠান- সিএসএস নানামুখি কাজ করে চলেছে। সিএসএস বাংলাদেশের ০৪ টি বিভাগের ২৯ জেলার ২১২ টি থানা/উপজেলাতে ঋণ কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন উপজেলাতে স্বাস্থ্য ও শিক্ষা সেক্টরের উন্নয়নে কাজ করছে।
খ্রীস্টিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস) এর মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের আওতায় পরিচালিত ৪৮ টি হোপ নন ফরমাল প্রাইমারি স্কুলের মাধ্যমে সুবিধা বঞ্চিত শিশুদের স্কুলগামী করে শিক্ষার সুযোগ করতে কাজ করে চলেছে। প্রতিষ্ঠানটি বিগত এক যুগেরও বেশি সময় ধরে সংস্থার উপকারভোগী সদস্যর সন্তানদের মধ্যে দুই সহ¯্রাধিক পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বৃত্তি/এ+পেয়ে উত্তীর্ণদের বিশেষ ভাবে সংবর্ধনা ও আর্থিক সুবিধা প্রদান করেছে। তারই ধারাবাহিকতায় চলতি বছরও বিভিন্ন জেলা/উপজেলায় ১২৬ জন কৃতি শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা সহ আর্থিক সুবিধা প্রদান করা হচ্ছে। এরমধ্যে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় ৩ জন কৃতি শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা ও আর্থিক সুবিধা প্রদান করা হয়েছে। এছাড়াও মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) কর্তৃক প্রদত্ত নির্দেশনা মোতাবেক ০৮ জন মেধাবী শিক্ষার্থীকে তাদের সহযোগিতা প্রদানের লক্ষ্যে বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি প্রদান করার কার্যক্রম নিয়মিত চলমান রয়েছে। সেমাবার সিএসএস তালা অফিসে শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসম অন্যান্যের মধ্যে সিএসএস এমএফপি তালা অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. শাহাবুদ্দীন, তালা ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার মি. নরোত্তম সরকার, চুকনগর ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার মো. আবুল কাশেম, কৃতি শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তালায় সিএসএস’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান
https://www.facebook.com/dailysuprovatsatkhira/