জুন ১৪, ২০২৪
টিজি ছাড়া কোন শিক্ষক ক্লাসে যেতে পারবেন না: শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র মন্ডল
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার সদর উপজেলায় জাতীয় শিক্ষাক্রম বিস্তরণের লক্ষ্যে ৫দিনব্যাপী অকুপেশনাল স্কিল কোর্সের শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে। এর আগে ১০জুন সকালে সাতক্ষীরা নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল এই কর্মশালার উদ্বোধন করেন। জীবন ও জীবিকা এবং আইসিটি বিষয়ে এ প্রশিক্ষণ শুরু হয়। আইসিটি বিষয়ে চারদিনব্যাপী এ প্রশিক্ষণ শেষ হয় ১৩ জুন। এদিকে শুক্রবার শেষ হয়েছে জীবন ও জীবিকা বিষয়ের প্রশিক্ষণ। সমাপনী দিনে সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, প্রশিক্ষণের পর কোন শিক্ষক টিচার্স গাইড (টিজি) ছাড়া ক্লাসে গেলেই ব্যবস্থা নেওয়া হবে। একইসাথে কোন শিক্ষক সনাতনী পদ্ধতি পাঠদান করতে পারবেন না। যদি কেউ তা করেন তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কোহিনুর ইসলাম, প্রশিক্ষক সুব্রত কুমার ঘোষ, আছিয়া খাতুন, সিরাজুম মুনিরসহ সকল প্রশিক্ষণার্থী ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ঢাকা’র ব্যবস্থাপনায় সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণে সরকারের নির্দেশনা মোতাবেক আপাতত জীবন ও জীবিকা এবং তথ্য প্রযুক্তি বিষয়ের উপর উপজেলার সকল মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২২৭জন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণ কর্মশালায় মোট ১৩জন প্রশিক্ষক প্রশিক্ষণ প্রদান করেন। 8,570,511 total views, 9,216 views today |
|
|
|