জুন ২৪, ২০২৪
চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বাবু’র দায়িত্ব গ্রহণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : “৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই স্লোগানকে সামনে রেখে” জাঁকজমকপূর্ণ আয়োজনে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বাবু’র দায়িত্ব গ্রহণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। (২৪ জুন) সোমবার বেলা ১১ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা জাতীয় পার্টির আয়োজন, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি জেলা শাখার সার্বিক তত্ত্বাবধানে সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন ‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান (আশু)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন, সহ-সভাপতি মোঃ আব্দুস সালাম, সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বাবু। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াতুল করিম পিটুল, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আবদুস সাদেক,জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি কাজী আমিনুল হক ফিরোজ, সাধারণ সম্পাদক শ্রী কমল বিশ্বাস প্রমুখ। এসময় দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান মশিউর রহমান বাবু কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন জেলা ক্রীড়া সংস্থা, জেলা মহিলা ক্রীড়া সংস্থা,জেলা ছাত্রসমাজ, পৌর, সদর উপজেলা ছাত্র সমাজ, জেলা স্বেচ্ছাসেবক পাটি, জেলা তরুণ পার্টি, জেলা শ্রমিক পার্টি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। 8,701,676 total views, 4,008 views today |
|
|
|