জুন ২৯, ২০২৪
গাবুরায় সাংবাদিক হুদা মালীর ভাইয়ের আত্মহত্যা!
মেহেদী হাসান, আটুলিয়া (শ্যামনগর) প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার হরিশখালী ৯নং সোরা গ্রামে আবু হাসান মালী নামের এক যুবক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। নিহত যুবক ওই এলাকার আলহাজ্ব মুনসুর আলী মালীর ছোট ছেলে এবং দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার গাবুরা প্রতিনিধি হুদা মালীর ছোট ভাই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৯ বছর। স্থানীয়রা জানায়, শনিবার সকাল ৭টার দিকে আবু হাসানের মৎস্য ঘেরের ঘরে রশিতে তার মরদেহ ঝুলতে দেখে পাশের ঘের মালিক দাউদ গাজীর ছেলে আব্দুল জলিল নিহতের ভাই হুদা মালীকে খবর দেয়। খবর পেয়ে হুদা মালী ছুটে যেয়ে দেখেন রশিতে ঝুলছে তার ছোট ভাই। এ বিষয়ে সাংবাদিক আল হুদা মালী জানান, প্রতিদিনের মত তার ভাই মাছের ঘেরে যান। শনিবার ভোরে তিনি সংবাদ পান ভাই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এ বিষয় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ ঘটনাটি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তার ভাই হুদা মালী। এদিকে দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার গাবুরা প্রতিনিধি হুদা মালীর ভাইয়ের অকাল মৃত্যুতে শোক জ্ঞাপন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পরিবারের সদস্যরা। 8,972,383 total views, 4,065 views today |
|
|
|