Site icon suprovatsatkhira.com

উপকূলের মেয়ে শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করার লক্ষ্যে তালায় “স্টেম ফেস” অনুষ্ঠিত

বি. এম. জুলফিকার রায়হান, তালা : প্রায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে সাতক্ষীরার তালা উপজেলায় প্রথম বারের মত আয়োজিত হলো বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ভিত্তিক প্রোগ্রাম “স্টেম ফেস্ট”। ক্ষুদে প্রোগ্রামার, রোবটিক্স ইঞ্জিনিয়ার ও বিজ্ঞান গবেষকদের প্রানবন্ত অংশগ্রহণে বুধবার (১২জুন, ২০২৪) দিনব্যাপী মুখোরিত ছিল তালা শহীদ আলী আহমদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন। প্রোগ্রামিং কন্টেস্ট, বিজ্ঞান ভিত্তিক প্রকল্প প্রদর্শণী, উদ্ভাবনী আইডিয়া নিয়ে পোস্টার উপস্থাপন, রোবটিক্স প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজনের সিংহভাগ অংশগ্রহণকারী ছিলো- মেয়ে শিক্ষার্থীরা।
মালালা ফান্ডের অর্থায়নে এই উৎসবের আয়োজন করে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। উপক‚লের প্রত্যন্ত এলাকায় মেয়ে শিক্ষার্থীদের জন্য পরিচালিত বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ভিত্তিক প্রকল্প ‘স্টেম এন্ড আইসিটি স্কিলস ফর দ্যা গার্লস অফ কোস্টাল এরিয়া’ এর আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে তালা উপজেলার ৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তালা শহীদ আলী আহমদ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, শহীদ কামেল মডেল হাই স্কুল, জে.এন.এ পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়, সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠ, তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মোট ২২টি বিজ্ঞান ভিত্তিক প্রকল্প, ২৭টি পোস্টার প্রেজেন্টেশন, প্রোগ্রামিং কন্টেস্ট, কুইজ প্রতিযোগিতা, রোবটিক্স প্রতিযোগিতা সহ বিভিন্ন কর্মকান্ডে তাদের দক্ষতা প্রদর্শন করে। এছাড়া, স্মার্ট সিটি মডেল, সৌর শক্তি দিয়ে পাম্প চালনা, সোলার মডেল, ভুমিকম্প ডিটেক্টর, সোলার ড্রাইভিং ট্রাক সহ বেশ কিছু প্রকল্প নিয়ে শিক্ষার্থীরা বৈজ্ঞানিক প্রকল্প বা মডেল উপস্থাপন করে অংশগ্রহনকারী শিক্ষার্থীরা। এছাড়াও ক্ষুদে বিজ্ঞানীরা রোবটিক্সে লাইন ফলোয়িং রোবট তৈরী ও চালনাসহ স্ক্র্যাচ প্রোগ্রামিং-এ অংশগ্রহণ করে।
শিক্ষার্থীদের মধ্যে বাস্তবিক সমস্যা সমাধানে প্রযুক্তি ও বিজ্ঞানকে কাজে লাগানোর মনোভাব সৃষ্টি ও প্রযুক্তির কর্মক্ষেত্রের জন্য দক্ষ হয়ে গড়ে তোলার লক্ষ্যে গত বছর থেকে তালা উপজেলার শহীদ আলী আহমদ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও শহীদ কামেল মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে আসছে ‘স্টেম এন্ড আইসিটি স্কিলস ফর দ্যা গার্লস অফ কোস্টাল এরিয়া’ প্রকল্পটি। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের প্রযুক্তি ও বিজ্ঞান ভিত্তিক কাজের উৎসাহ দিতে আয়োজিত হল এই স্টেম ফেস্ট। এরআগে প্রকল্পটির মাধ্যমে স্কুল দু’টিতে বাংলাদেশ জুনিয়স সাইন্স অলিম্পিয়াডের আওতায় স্কুল ভিত্তিক সাইন্স অলিম্পিয়াড এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের আওতায় স্কুল ভিত্তিক গণিত অলিম্পিয়াড আয়োজিত হয়।
বুধবার দিনব্যপী আয়োজনের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
স্টেম এন্ড আইসিটি স্কিলস ফর দ্যা গার্লস অফ কোস্টাল এরিয়া প্রোজেক্ট ম্যানেজার শাখিরা আফরোজ’র সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক ড. লাফিফা জামাল, জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুশতাক ইবনে আয়ুব, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোক কুমার তরফদার, তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ সহ অংশগ্রহণকারী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে- শিক্ষার্থীদের উদ্ভাবনী আইডিয়া ও দক্ষতায় মুগ্ধ হয়ে অতিথিরা বলেন, আমাদের শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যৎ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তাদের নিয়ে এমন আয়োজন সত্যিই অতুলনীয়। সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে এমন আয়োজন ছড়িয়ে দেয়ার জন্য আহবান জানান অতিথিরা। উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন বলেন, উপক‚লের মেয়ে শিক্ষার্থীদের প্রযুক্তি ও বিজ্ঞান মনষ্ক করে তুলতে ও তাদের উদ্ভাবনী ক্ষমতাকে বিকশিত করতে এমন আয়োজনের বিকল্প নেই। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ও এনজিওদের এমন উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান মনস্কতা সৃষ্টির এমন আয়োজন সারাদেশে ছড়িয়ে দিতে পারলে তাদের হাত ধরেই বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হবে। উৎসবে ৫টি বিভাগের বিজয়ী ১৫টি দলের শিক্ষার্থীদের মেডেল সহ পুরস্কার তুলেদেন অতিথিরা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version