নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন কমিটির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে ফারহানার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ এর জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সহযোগিতায় উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার, প্রেসক্লাবের সভাপতি জি এম আল ফারুক, সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা বিল্লাল হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন, সদর ইউপি চেয়ারম্যান হাসনুজ্জামান হোসেন প্রমুখ।
সভায় তামাক নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা, শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক প্রচারণা, শিক্ষক ও সরকারি কর্মকর্তাদের বিশেষ ভূমিকা পালন, পত্রপত্রিকায় সচেতনতামূলক তথ্য প্রচার, হাট-বাজারে সংশ্লিষ্টদের তদারকি, অভিযান এবং কমিটির সদস্যদের পারিবারিক ও সামাজিক সচেতনতা মূলক কার্যক্রম গ্রহনসহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।