Site icon suprovatsatkhira.com

‘আমাকে স্যার ডাকবেন না’: অনুরোধ চেয়ারম্যান মশিউর রহমান বাবু’র 

নিজস্ব প্রতিনিধি : হাজারও মানুষের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়ে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু শপথ নিয়ে সোমবার (২৪ জুন) দায়িত্বভার গ্রহন করেছেন।

মঙ্গলবার (২৫ জুন) দ্বিতীয় কার্যদিবসে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে ও শুভেচ্ছা জানাতে উপজেলা চেয়ারম্যানের কক্ষে দলে দলে আসতে থাকেন নানান শ্রেণী-পেশার মানুষ। এসময় শুভেচ্ছা জানানো কালে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান বাবুকে ‘স্যার’ বলে সম্বোধন করেন শহরের ঝুটিতলা মন্দিরের নেতৃবৃন্দরা।

নিজেকে স্যার না ডাকতে অনুরোধ করে সদর উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান বাবু বলেন, ‘জনগণ হচ্ছেন প্রজাতন্ত্রের মালিক আর আমি জণগণের সেবক। তাই মালিক কর্মচারীকে স্যার বলে ডাকবেন, এটি আমার কাছে বেমানান মনে হয়। জনগণ আমাকে ভাই, বাবা, চাচা যে কোনো সম্বোধন করতে পারেন।

তিনি আরও বলেন, যে কোনো প্রয়োজনে এ অফিসে ঢুকতে অনুমতির প্রয়োজন নেই। সরাসরি রুমে ঢুকুন। আমাকে স্যার বলে ডাকার দরকার নেই।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version