মে ২৩, ২০২৪
সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাচনে ১৩ পদে ২২ জনের মনোনয়নপত্র সংগ্রহ
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গঠনতন্ত্র মোতাবেক সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের ০৪ (চার) বছর মেয়াদী ২০২৪-২০২৮ কার্যনির্বাহী পরিষদ গঠনকল্পে সভাপতি ০১ (এক) জন, সহ-সভাপতি ০২ (দুই) জন, কোষাধ্যক্ষ ০১ (এক) ও কার্যনির্বাহী সদস্য ০৯ (নয়) জনসহ মোট ১৩ (তের) জন সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠনকল্পে নির্বাচনের লক্ষ্যে বৃহস্পতিবার (২৩ মে) নির্বাচনী তপশীল অনুযায়ী সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ডিএফএ ভবনে মনোনয়ন পত্র সংগ্রহ করেন প্রার্থীরা। সভাপতি পদে ২জন, সহ-সভাপতি পদে ৪জন, কোষাধ্যক্ষ পদে ২জন এবং সদস্য পদে ১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। প্রধান নির্বাচন কমিশনার কাজী আবু হেলাল, নির্বাচন কমিশনার আ.ম আখতারুজ্জামান মুকুল ও নির্বাচন কমিশনার মো. শাহ্ আলম শানু লিখিতভাবে এ তথ্য নিশ্চিত করেছেন। শেখ নাসেরুল হক ও ইঞ্জিনিয়ার কবীর উদ্দীন আহমেদ প্যানেলে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন- সভাপতি পদে- শেখ নাসেরুল হক, সহ-সভাপতি পদে- ইঞ্জিনিয়ার কবীর উদ্দীন আহমেদ ও শাহজাহান আলী, কোষাধ্যক্ষ পদে- শেখ মাসুদ আলী, নির্বাহী সদস্য পদে- ইকবাল কবির খান (বাপ্পি), মমিন উল্লাহ মোহন, ফারহা দীবা খান সাথী, আবুল কাশেম (বাবুর আলী), স.ম সেলিম রেজা (সেলিম), শেখ জাবের হোসেন, শেখ রফিকুর রহমান (লাল্টু), মো. রফিক-উল ইসলাম খান, শেখ মোশফিকুর রহমান মিল্টন, কাজী বেলাল হোসেন ও মো. মঈনুল ইসলাম। অপরদিকে ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান ও আহম্মদ আলী সরদার প্যানেলে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, সভাপতি পদে- ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান, সহ-সভাপতি পদে আহম্মদ আলী সরদার ও কাজী কামরুজ্জামান, কোষাধ্যক্ষ পদে- শেখ হেদায়েতুল ইসলাম, নির্বাহী সদস্য পদে- শেখ আসলাম হোসেন হেলাল, মো. রবিউল ইসলাম ও ইকবাল আলম বাবলু। দুটি প্যানেলে সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের ০৪ (চার) বছর মেয়াদী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনী তপশীল অনুযায়ী আগামী ২৬/০৫/২০২৪ তারিখ রবিবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা ডিএফএ ভবনে মনোনয়ন পত্র জমা, ২৭/০৫/২০২৪ তারিখ সোমবার ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডিএফএ ভবনে মনোনয়ন পত্র বাছাই, আগামী ২৮/০৫/২০২৪ তারিখ মঙ্গলবার সকাল ১১টায় ডিএফএ নোটিশ বোর্ডে বৈধ প্রার্থী তালিকা প্রকাশ, ৩০/০৫/২০২৪ তারিখ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহার, ৩০/০৫/২০২৪ তারিখ বৃহস্পতিবার বিকাল ৩টায় ডিএফএ ভবনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, আগামী ০৬/০৬/২০২৪ তারিখ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডিএফএ ভবনে ভোট গ্রহণ এবং ভোট গ্রহণ শেষে ফলাফল প্রকাশ করা হবে। 8,571,458 total views, 10,163 views today |
|
|
|