Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরায় মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির বাড়িতে তৃণমূল নেতাকর্মীদের উপচে পড়া ভিড়

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির বাসভবনে তৃণমূল নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। রবিবার (২৬ মে) সকাল থেকে দিনভর তার বাসভবনে তৃণমূল নেতা কর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এসময় তৃণমূল নেতা কর্মীরা তাদের সুখ-দুঃখের কথা বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির নিকট খুলে বলেন। এসময় দলীয় নেতাকর্মীরা বলেন, আমরা সাতক্ষীরা সদরে আমাদের অভিভাবককে হারিয়েছি গুটি কয়েক দলীয় ষড়যন্ত্রকারীর কারণে। সাতক্ষীরায় আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা বর্তমানে

বলিষ্ঠ নেতৃত্বের অভাবে দিশেহারা হয়ে পড়েছে বলে জানান। এসময় সকলের অভিযোগ অনুযোগ শুনে মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেন, আওয়ামী লীগকে তৃণমূল পর্যায়ে থেকে সুসংগঠিত করতে হবে। যেকোনো আন্দোলন সংগ্রাম এবং দুর্যোগে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে সাতক্ষীরার মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউ পি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, বৈকারী ইউপি চেয়ারম্যান আবু মো. মোস্তফা কামাল, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শওকাত আলী, বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান লাল্টু, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বুলবুল, আলিপুর মহিলা কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সাবেক ইউপি সদস্য এস এম রেজাউল ইসলাম প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version