মে ২৫, ২০২৪
শ্যামনগরে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা শ্যামনগর উপজেলার ৬ নং রমজননগর ইউনিয়নে ৫ নং ওয়ার্ডের মানিকখালী দাশ পাড়ায় মৃত্তিকা সংস্থার আয়োজনে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন মূলক সেবাদানকারী বেসরকারি সংস্থা যা এনজিও ব্যাুরো অনুমোদন প্রাপ্ত। ২৫মে শনিবার মানিকখালী দাশ পাড়ায় ১৮-৩০ বছর বয়সী ২০ জন উপকূলীয় দলিত অনগ্রসর জনগোষ্ঠীর যুব ও নারীদের মধ্যে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক আলোচনা করেন মৃত্তিকা সংস্থার প্রোগ্রাম অফিসার আম্বিয়া খাতুন,, ফিল্ড অফিসার পারমিতা প্রমুখ। প্রজনন স্বাস্থ্যসেবা, শারীরিক পরিবর্তন, মানসিক পরির্বতন সম্পর্কে আলোচনা করা হয়। এ ছাড়া উপস্থিত ছিলেন মুন্ডা অনগ্রসর জনগোষ্ঠীর ২০ জন যুব ও নারীরা, ৫ নং মানিকখালী ওয়ার্ড়ের টুম্পা দাশ যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে বলেন বয়সন্ধিকালে মেয়েদের ২৮-৩০ দিন পরপর মাসিক বা ঋতুস্রাব হয় আর মাসিক ঋতুস্রাব হলে স্বাভাবিক পেটে ব্যাথা হয়,চেহারা উজ্জ্বল দেখায়, রবিন দাশ বলেন বয়ঃসন্ধি কালে ছেলেদের শরীরের পরিবর্তন আসে মেয়েদের প্রতি ছেলেদের আর্কষন বাড়ে ছেলেদের বুকে লম গজায়,। সমগ্র অনুষ্ঠান পরিচলনা করেন সংস্থার প্রোগ্রাম অফিসার আম্বিয়া খাতুন। 8,556,352 total views, 6,958 views today |
|
|
|