Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

এস, এম, মোস্তফা কামালঃ শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৭ মে (শুক্রবার) বিকাল ৫ টায় বাংলাদেশ আওয়ামীলীগ এর শ্যামনগর উপজেলা আওয়ামীলীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য – উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জননেতা এস এম আতাউল দোলন বক্তব্যে বলেন, “১৯৭৫ সালে ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ স্বপরিবারে নিহত হন। বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, জয় ও পুতুল বিদেশ থাকার কারনে সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান। সুদীর্ঘ নির্বাসন জীবন শেষে ১৯৮১ সালে ১৭ মে শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। সেদিন হতে বাংলাদেশ আওয়ামীলীগ দিবসটি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসাবে পালন করে আসছে। স্থানীয়ভাবে পরস্পরের মধ্যে বিভেদ ভুলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করণ, দলকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে সরকারের সফলতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য- দীর্ঘায়ু কামনা করেন। উপজেলা আ’লীগের সভাপতি সাবেক জাতীয় সদস্য এস এম জগলুল হায়দারের সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক স, ম, আব্দুস সাত্তারের পরিচালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ জাফরুল আলম বাবু, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ, যুগ্মসাধারন সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক গাজী গোলাম মোস্তফা বাংলা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ, আইন বিষয়ক সম্পাদক পূনরায় নব-নির্বাচিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি সহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা শেখ হাসিনা সহ তার পরিবারের সকলের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মুফতি মোঃ আব্দুল খালেক।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version