Site icon suprovatsatkhira.com

নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে দলীয় ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময়

মাহফিজুল ইসলাম আককাজ : আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি ও ঘূর্ণী ঝড় রেমালের আঘাতে প্রাণহানী রোধ ও ক্ষয়ক্ষতি রোধকল্পে দলীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শনিবার (২৫ মে) রাতে শহরের মুনজিতপুরস্থ মীর মহলে এ মতবিনিময় করেন তিনি। এসময় তিনি দলীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উদ্দেশ্যে বলেন, আগামী ২৯ মে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচন। এটি একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এ নির্বাচনে আমাদের স্বত:স্ফূর্তভাবে ভোট দিতে হবে। ভোটার উপস্থিতি বাড়াতে আমাদের সকলকে কাজ করতে হবে। যার যার এলাকায় নিজ নিজ উদ্যোগে ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে যেতে হবে এবং তাদেরকে ভোট দিতে উৎসাহীত করতে হবে। তিনি আরো বলেন, আমাদের সাতক্ষীরা জেলা উপকূলীয় অঞ্চল। ঘূর্ণী ঝড় রেমাল আমাদের এ অঞ্চলে আঘাত হানতে পারে। এজন্য ঘূর্ণী ঝড় রেমালের আঘাতে প্রাণহানী রোধ ও ক্ষয়ক্ষতি রোধকল্পে আমাদেরকে সতর্ক ও সজাগ থাকতে হবে। মহান আল্লাহ আমাদেরকে এই মহা দূর্যোগ থেকে রক্ষা করুন। মহান আল্লাহর রহমতে সকলের প্রচেষ্টায় আমরা এ মহা দূর্যোগ থেকে যেন পরিত্রান পাবো ইনশাল্লাহ।”
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎ’¯œা আরা, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র ও পৌর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনোয়ার হোসেন মিলন, সাতক্ষীরা পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, সাধারণ সম্পাদক এস.এম তুহিনুর রহমান তুহিন, পৌর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মীর হাবিবুর রহমান বিটুসহ দলীয় ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version