দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় কমিউিনিটি ক্লিনিকের সেবার মানদন্ড পর্যবেক্ষন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) ঈদগাহ কমিউনিটি ক্লিনিকে সিটিজেন ভয়েজ এন্ড অ্যাকশন গ্রুপের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের সহযোগীতায় অনুষ্ঠিত হয়। এতে ঈদগাহ কমিউনিটি ক্লিনিক সিসি’র সহ-সভাপতি আরুতী রানীর সভাপতিত্বে বক্তব্য দেন ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইফুল্লাহ আল তারিক। মুলপ্রবন্ধ উপস্থাপনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের অ্যাডভোকেসী ও জেন্ডার অফিসার উজ্জ্বল কুমার পাল। সভায় সিভিএ, এলইএ শিশুর পিতা-মাতা, ৫ বছর বয়সের কমবয়সী শিশুর পিতা-মাতা অংশ নেন। এসময় কমিউনিটি ক্লিনিক যে সকল মানদন্ডের উপর সেবা প্রদান করে সেকল বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া সিভিএ গ্রæপের সদস্যদের কার্যক্রম সম্পর্কে জানানো হয় সভায়।
দেবহাটায় কমিউিনিটি ক্লিনিকের সেবার মানদন্ড পর্যবেক্ষন সভা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/