মোঃ রউফ, কয়রা (খুলনা) প্রতিনিধি : দেশের দক্ষিণ অঞ্চল খুলনার উপকূলীয় এলাকা কয়রা উপজেলার উপর দিয়ে বয়ে গেছে ঘূর্ণিঝড় রিমাল। রিমালের প্রচন্ড বৃষ্টিপাতে বেশির বাগদা চিংড়ি মাছের ঘের তলিয়ে গেছে । কয়রা সদর ইউনিয়নের ৬নংকয়রা গ্রামের বাগদা চিংড়ি চাষি মোঃ আলাউদ্দিন বলেন আমার তিন বিগা জমির ছোটো একটা বাগদা চিংড়ি চাষের ঘের আছে তাতে প্রায় বিশ হাজার টাকার বাগদা চিংড়ির পোনা দিয়ে ছিলাম গত মাসকান আগে কিন্তু ঘূর্ণিঝড় রিমালের বৃষ্টির কারণে তলিয়ে গেছে আমার ঘের প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে। ৬নংকয়রা গ্রামের আর এক বাগদা চিংড়ি চাষি মোঃ মজিবুর রহমান বলেন আমার ১৫ বিগা জমির ঘের আছে গত ৭ দিন ধরে বাগদা চিংড়ি ধরছিলাম এমতাবস্থায় ঘূর্ণিঝড় রিমালের বৃষ্টিতে আমার ঘের তলিয়ে যায়।বড়ো, ছোটো মাছ অন্যের ঘেরে চলে গেছে প্রায় ১লক্ষাদিক অর্থের ক্ষতি হয়েছে। মোঃ মোজাহিদ বাগদা চিংড়ি চাষি বলেন ১০ বিগা জমির ঘের আছে আমার সেখানে প্রায় ৭০ হাজার টাকার বাগদা চিংড়ির চাষ করছিলাম কিছু দিন যাওয়ার পার ঘূর্ণিঝড় রিমালের বৃষ্টি পাতে ঘেরের দুপাশের রাস্তা তলিয়ে যায়। অনেক বাগদা চিংড়ি ও তেলাপিয়া সহ অন্য, অন্য মাছ চলে গেছে। খবর নিয়ে জানা যায় কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি, উত্তর বেদকাশি, কয়রা সদর, মহারাজপুর, মহেশ্বরীপুর ইউনিয়নের বেড়িবাঁধের নদীর পাশে কয়েক’শ’ দরিদ্র জনগোষ্ঠী বসবাস করে। কপোতাক্ষ ও শাকবাড়িয়া নদীর পানিতে তাদের একমাত্র মাথা গোঁজার ঠাঁই ঘর ডুবে যায় কোনো রকম ভাবে মানবতার জীবন-জাপন করছে তাঁরা।
ঘূর্ণিঝড় রিমালের প্রচন্ড বৃষ্টিপাতে কয়রায় তলিয় গেছে বাগদা চিংড়ি মাছের ঘের
https://www.facebook.com/dailysuprovatsatkhira/