Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে পুলিশ ও ডিবির অভিযানে আটক ১০

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ ব্যক্তিকে আটক করেছে থানা ও ডিবি পুলিশ।
থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার জানান, জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর দিকনির্দেশনায় নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধে ৯ ব্যক্তি সহ ওয়ারেন্ট ভুক্ত আরও ১ আসামিকে আটক করা হয়েছে। ৮টি নিয়মিত মামলায় আটককৃতরা হলেন তেঁতুলিয়া গ্রামের মৃত নুর মোহাম্মদ গাজীর ছেলে মোঃ সবুর গাজী (৪৯), মধ্যম চাপড়া গ্রামের মৃত মোকছেদ সরদারের ছেলে মইনুর ইসলাম সরদার (৪৭), পিরোজপুর গ্রামের মৃত সোনাই সরদারের ছেলে মোঃ কুদ্দুস সরদার (৫৫), খালিয়া গ্রামের মৃত তছির উদ্দীন সানার ছেলে মোঃ অদুত সানা (৪৫), কালিকাপুর গ্রামের মোঃ ইসহাক সরদারের ছেলে মোঃ রুবেল সরদার (৩২), মোঃ মুনছুর গাজীর ছেলে মোঃ আছাফুর গাজী (২৮), মোঃ শামছুর গাজীর ছেলে মোঃ সোহরাব গাজী (৫৮), কচুয়া গ্রামের মোঃ মাছুম সরদারের ছেলে মোঃ ছট্টু সরদার (২৮)কে ভিন্ন ভিন্ন এলাকা থেকে এবং সিআর পরোয়ানা-৮৩০/২২ এর আসামী বৈকরঝুটি গ্রামের আঃ আজিজ গাজীর ছেলে আরিফুল ইসলামকে তার বাড়ির এলাকা আটক করা হয়েছে। এছাড়া আশাশুনি থানার ২৩(৫)২৪ নং মামলার আসামী তুয়ারডাঙ্গা গ্রামের মৃত আব্দুল মালেক মোল্যার ছেলে সাবেক ইউপি সদস্য আনারুল ইসলাম মোল্যা (৫১)কে গোয়ালডাঙ্গা এলাকা থেকে ডিবি পুলিশ আটক করেন। আটককৃত আসামীদের শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version