মেহেদী হাসান, আটুলিয়া শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় আটুলিয়া ইউনিয়নে ৪নং ওয়ার্ডের মোল্লাপাড়া ক্লাব মোড় এলাকায় সাপের দংশনের সিফাত নামের শিশুর মৃত্যু হয়েছে। ১৬ই মে মাগরিবের নামাজের সময় ছেলেটি দুইটি হাঁস তাড়িয়ে নিয়ে যায় এ সময় ঘরের পাশে থাকা মাটির ছিদ্র দিয়ে একটি সাপ বের হয়ে ছেলেটিকে কামড় দিয়ে আবার গর্তের ভিতর ঢুকে যায়। ছেলেটির বয়স ৭ বছর সে মোল্লাপাড়া ১৩৬ নং প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র। এলাকায় থাকা সাপের ওজা নামে পরিচিত মোঃ সামাদ এসে কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসা করে। অবস্থা খারাপ দেখলে শ্যামনগর উপজেলা কমপ্লেক্সে নেয়ার জন্য পরামর্শ দেয়। উপজেলা কমপ্লেক্স নেয়ার পথে ছেলেটি মৃত্যু হয় বলে জানিয়েছে পরিবার। পরবর্তীতে রাতে ১১টার সময় আরেকজন সাপুড়ে এসে সে গর্ত খুঁড়ে বিষাক্ত সাপটি ধরতে সক্ষম হয়। সাপটি ছিল বাচ্চা এ কারণে এলাকায় আরো বিষাক্ত সাপ থাকতে পারে বলে জানিয়েছেন এলাকাবাসী। এজন্য এলাকাবাসীর মধ্যে এক ধরনের ভীতি কাজ করছে।
আটুলিয়ায় সাপের কামড়ে শিশুর মৃত্যু
https://www.facebook.com/dailysuprovatsatkhira/