মে ২৬, ২০২৪
সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালে চিংড়ি মাছ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো.গোলাম মোর্শেদের চিংড়ি মাছ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫ টায় কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও মটর শ্রমিক ইউনিয়নের যৌথ আয়োজনে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা ওয়ার্কসপ মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম কালু। এসময় সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির দপ্তর সম্পাদক শাহিন হোসেন, হাবিল হাসান,শেখ ফিরোজ হোসেনসহ সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও মটর শ্রমিক ইউনিয়নেরন সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা সৈনিকলীগের সদস্য শেখ আব্দুল আলিম। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সদর উপজেলাকে উন্নয়ন করতে হলে চিংড়ি মাছ প্রতিকে ভোট দিতে হবে। কৃষক, শ্রমিক মানুষের বন্ধু গোলাম মোর্শেদের চিংড়ী মাছ উন্নয়নের প্রতিক। দূর্ণীতি মুক্ত সদর উপজেলা গড়তে হলে গোলাম মোর্শেদের কোন বিকল্প নেই। 8,705,372 total views, 2,305 views today |
|
|
|