Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরায় বারসিকের স্বাস্থ্য সেবা ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেল শতাধিক দুস্থ মানুষ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের কুখরালী বোসপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প পরিচালিত হয়েছে। মঙ্গলবার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক কুখরালী যুব ক্লাবে এই ক্যাম্পের আয়োজন করে।
ক্যাম্পে কুখরালীর শতাধিক দুস্থ মানুষকে চিকিৎসা সেবা দেন ডা. সুব্রত ঘোষ। এসময় তাদের মাঝে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।
দিনব্যাপী এই স্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ড কাউন্সিলর মারুফ হোসেন। আরও উপস্থিত ছিলেন বারসিকের সহযোগী প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্য শাহেদ, নিরব, ফরিদ, পরশমনি, তামিম হোসেন প্রমুখ।
স্থানীয় আছিয়া বেগম জানান, আমাদের এলাকার অধিকাংশ মানুষই দরিদ্র। তারা ঠিকমত ডাক্তার দেখাতে পারেন না। বিশেষ করে মহিলারা রোগাক্রান্ত হলেও অর্থাভাবে ডাক্তার দেখান না। তাই এ ধরনের ক্যাম্প আমাদের জন্য অনেক উপকারে আসবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version