Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরায় সদর উপজেলা খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : শেখ হাসিনার বাংলাদেশ ‘ক্ষুধা হবে নিরুদ্দেশ এই স্লোগানকে সামনে রেখে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ-২০২৪ এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ মে) সকাল ১০ টায় সদর খাদ্য গুদামে সাতক্ষীরা সদর খাদ্য গুদাম আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সাতক্ষীরা – ০২ আসনের সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ রিয়াদ কামাল রনি, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনির হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাকির হোসেন, সদর খাদ্য গুদাম ইনচার্জ এস এমন আমিনুর রহমান বুলবুল, জেলা রাইচ মিল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুস সবুর, সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গফফার প্রমূখ।
সাতক্ষীরা সদর উপজেলার সিদ্ধ চাউল সংগ্রহ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭. ৩১১ মেট্রিক টন আতপ চাল ১ শ ৫৬. ৯শ ৯০ মেট্রিক টন, গম ৪৩ মেট্রিক টন এবং ধান লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ২১৮২ মেট্রিক টন। এসময় সদর খাদ্য গুদাম চত্বরে সাতক্ষীরা – ০২ আসনের সংসদ সদস্য সহ অতিথি বৃন্দ দুটি ফলজ বৃক্ষরোপণ করেন। এসময় বিভিন্ন কর্মকর্তা, মিল মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version