এস, এম, মোস্তফা কামালঃ সাতক্ষীরার শ্যামনগরে ডাম্পার ট্রাকের ধাক্কায় বৃহস্পতিবার ও শনিবার দুই দিনে দুই জনের মৃত্যুর পর সাতক্ষীরার ৪ আসনের এলাকায় দিনের বেলায় ডাম্পার চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। শ্যামনগরে ১২ টি ইউনিয়ন ও কালিগঞ্জের ৮ টি ইউনিয়নে ডাম্পার ট্রাক চলাচল করে গ্রামীণ অবকাঠামো রাস্তা নষ্ট ও অদক্ষ অপ্রাপ্ত বয়স্ক চালক দিয়ে ডাম্পার চালানোর ফলে প্রতিনিয়ত দূর্ঘটনায় মানুষ নিহত হচ্ছে। তিনি ২৫মে (শনিবার) ডাম্পার ট্রাকের ধাক্কায় নওয়াবেঁকী কলেজের মেধাবী ছাত্র পলাশ আউলিয়া (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হওয়ার পর উত্তেজিত ছাত্রদের আশ্বস্ত করে সড়ক দূর্ঘটনা রোধকল্পে সাতক্ষীরা-৪ নির্বাচনী এলাকায় দিনের বেলায় ডাম্পার চলাচল বন্ধ রাখার নির্দেশ দেন।মালামাল পরিবহন বা বিভিন্ন ভাটার কাজে নিয়োজিত ডাম্পার ট্রাম্প গুলো রাত ৯ টার পর চালাতে পারবে। এই বিষয়ে সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন বলেন, জনগণের স্বার্থের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে শ্যামনগর উপজেলার বড় কুপোট এলাকায় নওয়াবেঁকী-কলবাড়ী সংযোগ সড়কে নওয়াবেঁকী কলেজের একাদশ শ্রেণির ছাত্র পলাশ আউলিয়া নিহত হন। গত বৃহস্পতিবার উপজেলার হায়বাতপুরে ডাম্পার ট্রাকের ধাক্কায় রফিকুল ইসলাম করিম নামে ১ মোটরসাইকেল চালক নিহত হন। ডাম্পার ট্রাকের দিনের বেলায় চলাচল বন্ধের নির্দেশ কে শ্যামনগরবাসী সাধুবাদ জানিয়েছেন।
শ্যামনগরে ডাম্পারের চাপায় কলেজ ছাত্রের মৃত্যু
https://www.facebook.com/dailysuprovatsatkhira/