মে ৩০, ২০২৪
রায়নগর নৌ পুলিশ ফাঁড়ির সীমানা প্লিয়ার ও তারের বেঁড়া মেরামত করল এলাকাবাসী
সুন্দরবনাঞ্চল প্রতিনিধি : ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই মূলমন্ত্রকে ধারন করে কাজ করে চলেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নে অবস্থিত রায়নগর নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা। অত্র এলাকায় অপরাধ দমনে নিরালস ভাবে কাজ করে যাচ্ছে নৌ পুলিশ। বাংলাদেশ পুলিশে সুশাসন, জবাবদিহিতা ও কার্যকারিতা আগে চেয়ে অনেক ভাল। আজ থেকে পাঁচ বছর আগের পুলিশ আর এখনকার পুলিশের মধ্যে অনেক তফাৎ আছে। বাংলাদেশে মানুষের কনফিডেন্ট লেভেলটা বেড়েছে। পুলিশ এখন মানুষের কাছে অর্থাৎ জনসেবায় এগিয়ে আসছে। পুলিশের কিছু গনমুখী পদক্ষেপ গ্রহন করার পর বিশেষ করে যাঁরা উর্দ্ধতন পর্যায়ে আছেন তাঁদের দৃষ্টিভঙ্গি পেশাদ্বারিত্ব অনেক বেড়েছে। সম্প্রতি কিছু কাজ দেখলে বোঝা যায় তাঁদের দক্ষতা বেড়েছে। সম্প্রতি ঘূর্ণিঝড় রিমালে উপক‚লীয় এলাকায় অবস্থিত রায়নগর নৌ পুলিশ ফাঁড়ির বাউন্ডারি সীমনা প্লিয়ারসহ তারের বেঁড়া ক্ষতিগ্রস্থ হয়। ৩০ শে মে ( বৃহস্পতিবার ) সকালে কালিঞ্চী ও গোলাখালী দ্বীপের সাধারণ জনগনের উদ্দ্যোগে নৌ পুলিশ ফাঁড়ির ক্ষতিগ্রস্থ বাউন্ডারি সীমনা প্লিয়ারসহ তারের বেঁড়া মেরামত করা হয়। উল্লেখ্য ঘূর্ণিঝড় রিমালের তান্ডবের হাত থেকে রক্ষার জন্য গোলাখালী দ্বীপ থেকে ১৫০ টি পরিবারকে নিজেদের জীবন বাজি রেখে নৌকাযোগে নৌ পুলিশ ফাঁড়িতে নিয়ে যায় রায় নগর নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা। উপক‚লীয় এলাকায় ঘূর্ণিঝড় রিমালের কারনে নদীর পানি বৃদ্ধি পাই। গোলাখালী একটি দ্বীপ যার চার পাশে নদী আর সুন্দরবন। বিষয়টি নজরে নিয়ে রায়নগর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মাইদুল ইসলামের নেতৃত্বে এক দল পুলিশ ঝড় , জলোচ্ছাস উপেক্ষা করে গোলাখালী দ্বীপে অবস্থান করেন এবং সেখানে অবস্থানরত বসবাসকারীদের বুঝিয়ে নিজেদের নৌকায় পুলিশ ফাঁড়িতে নিয়ে যাই এবং তাদের রাতে থাকার ও খাওয়ার সু-ব্যবস্থা করে দেন। অনুরুপ ভাবে সাধারণ জনগন নিজেদের উদ্দ্যোগে নৌ পুলিশ ফাঁড়িতে উপস্থিত হয়ে বাউন্ডারি সীমনা প্লিয়ারসহ তারের বেঁড়া মেরামত করে। জনগনের পাশে পুলিশ আর পুলিশের পাশে জনগন । পুলিশ এবং এলাকাবাসীর এমন মহৎ কাজ সর্ব সাধরনের মন জয় করেছে। 8,705,941 total views, 2,874 views today |
|
|
|