Site icon suprovatsatkhira.com

ঘূর্ণিঝড় রেমাল এর তান্ডবে পাইকগাছায় ক্ষয়ক্ষতি পরিদর্শনে উপজেলা প্রশাসন

এম জালাল উদ্দীন, পাইকগাছা প্রতিনিধি : ঘূর্ণিঝড় রেমাল এর তান্ডবে উপকূলীয় খুলনার পাইকগাছা এলাকা তছনছ করে দিয়েছে। জলোচ্ছ্বাসে উপজেলার বিভিন্ন পোল্ডারে ক্ষতিগ্রস্থ পাউবো’র বেঁড়িবাঁধ ভেঙ্গে গ্রামের পর গ্রামে হুহু করে লবন পানি ঢুকে প্লাবিত হয়েছে। হাজার-হাজার বিঘার চিংড়ি ঘের প্লাবিত হয়ে একাকার সহ মাছ ভেসে গিয়ে কোটি-কোটি টাকার মৎস্য সম্পদের ক্ষতি সাধন হয়েছে।

রবিবার রাতের জোয়ারের জলোচ্ছ্বাসে ১০/১২ পেল্ডারের গড়ইখালীর কুমখালীর ক্ষুদখালীর ভাঙন,২৩ নং পোল্ডারের লস্করের বাইনতলা,কড়ুলিয়াসহ কয়েকটি স্থানে ভেড়ি বাধ ভেঙে এলাকা প্লাবিত হয়েছে লতা,দেলুটি,হরিঢালী,রাড়ুলী, কপিলমুনি, সোলাদানার কয়েকটি পয়েন্টে বাঁধ উপছে লোকালয়ে লবন পানি ঢুকে ঘরবাড়ী,রাস্তাঘাট,পুকুর ও ফসলের ক্ষেত তলিয়ে গেছে।

এদিকে ক্ষতিগ্রস্থ এলাকায় সরেজমিনে খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান পোল্ডার রক্ষায় বাঁধ মেরামতে এলাকার মানুষের স্বেচ্ছাশ্রমে কাজের তদারকি করছেন। পানিউন্নয়ন বোর্ড বিভিন্ন স্থানে জিও ব্যাগ ও বস্তা সরবরাহ করেছেন। এছাড়াও
সাইক্লোন সেল্টারে আশ্রয় নেওয়া মানুষের খাদ্য-পানি তুলে দেওয়া সহ ঝড় বৃষ্টির মধ্যে বিভিন্ন এলাকায় সরজমিনে উপস্থিত বিপদগ্রস্থ মানুষের পাশে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, থানা অফিসার মোঃ ওবায়দুর রহমান, পিআইও ইমরুল কায়েস সহ দায়িত্বশীল কর্মকর্তারা।

উল্লেখ্য, ঘুর্ণিঝড় রেমাল এর কারনে পাইকগাছায় আসন্ন ২৯ মে ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version