মে ৩০, ২০২৪
আগামী ১জনু থেকে বন্ধ হচ্ছে সুন্দরবনের সকল ধরনের পাশ-পারমিট
মোঃ রউফ, কয়রা (খুলনা) প্রতিনিধি : আগামী ১জুন থেকে সুন্দরবনের প্রজন্ম সময় জুন, জুলাই,আগষ্ট বন্ধ থাকবে বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর ও বন বিভাগ। দক্ষিণ খুলনার কয়রা উপজেলার সদর ইউনিয়নের ৫নংকয়রা গ্রামের চরপাতা জেলে মোঃ রেজওয়ান বলেন আগামী তিন মাস সুন্দরবন বন্ধ থাকবে বলে জানতে পারছি। গত নয় মাসের চেয়ে এ-ই তিন মাস সুন্দরবনে মাছ হয় বেশি, তিন মাস সুন্দরবন বন্ধ থাকলে আমার পরিবার নিয়ে অনেক প্রতিকূলতার মধ্যো দিয়ে দিন পার করতে হবে। কারণ বর্তমান নিত্যপ্রয়োজনীয়জিনিসপত্রের যে তা কিনে খেতে হিমসিম খেয়ে যাচ্ছি। ৪নংকয়রার কাঁকড়া ধরা জেলে আল-আমীন বলেন অন্য সময়ের চেয়ে এ-ই তিন মাস সুন্দরবনে কাঁকড়া হয় বেশি এ-ই সময় সুন্দরবনের ভিতরে পানি উঠে সেখান থেকে কাঁকড়া পাওয়া যায় বেশি। ৫নংকয়রা গ্রামের ঝাঁকি জাল জেলে মোঃ রবিউল বলেন সুন্দরবনের ভিতরে ছোটো, ছোটো খাল আছে সেখানে অন্য সময়ের চেয়ে বৃষ্টির মৌসুমে চিংড়ি মাছ হয় বেশি সুন্দরবন বন্ধ হলে চরম বিপাকে পড়ে যাবো পরিবার পরিজন নিয়ে। এবিষয় কয়রা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আমিনুল হক বলেন আগামী তিন মাস জুন, জুলাই, আগষ্ট সুন্দরবনের অভয়ারণ্যে এলাকায় মৎস্য প্রজন্ম সময় তাই এই তিন সুন্দরবন বন্ধ থাকবে। বিষয় টা নিয়ে আরও কথা হয় সুন্দরবন পশ্চিম বন বিভাগের সহকারী বন কর্মকর্তা এ জে ডে হাসানুর রহমান বলেন আগামী তিন মাস সুন্দরবনের সকল ধরনের পাশ-পারমিট বন্ধ থাকবে এই সময় সুন্দরবনের অভয়ারণ্যে মাছ, কাঁকড়া প্রজন্ম সময়। এছাড়া বেশ কয়েক জন জেলে বলেন সুন্দরবন বন্ধ করাটা নিয়ে আরও একবার ভাবে দেখার অনুরোধ করছি। 8,560,526 total views, 11,132 views today |
|
|
|